Saturday, January 16, 2021

ট্রল আপনাকে ফাসিক বানিয়ে দিচ্ছে নাতো!



আপনি যদি ট্রল করতেই চান, তাহলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান থেকে শুরু করে মুফতি কাজী ইবরাহিম পর্যন্ত প্রায় সবার বক্তব্য নিয়ে ট্রল করা সম্ভব। এমনকি তাদের অনেকের বক্তব্যে পেশকৃত তথ্য যাচাই-বাছাই বিহীন হওয়ায় তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা এবং অনেক ক্ষেত্রে আকিদা বিরোধীও প্রমাণ করে তাদেরকে ফাসিক ফাতওয়া দিতেও আপনার খুব বেগ পেতে হবেনা।
কিন্তু আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে নিয়ে ট্রল বা হাসিঠাট্টা করার মতো কুৎসিত কবিরা গুনাহে লিপ্ত হতে পারেনা।
নবী (সা.) উপহাসকারীদের সম্পর্কে বলেছেন : ‘একজন উপহাসকারীর জন্য বেহেশতের দরজা খুলে দেয়া হবে এবং তাকে বলা হবে : ‘এস।’ সে তার দুঃখ ওঅসহায়ত্ব নিয়ে সামনে অগ্রসর হবে এবং যখন সে ভেতরে প্রবেশ করতে চাইবে তখনই তার সামনে বেহেশতের দরজা বন্ধ হয়ে যাবে।’ [কানজুল উম্মাল,৮৩২৮]
আল্লাহ বলেছেন :
وَلِلَّـهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
‘সম্মান কেবল আল্লাহ,তাঁর রাসূল ও মুমিনদের জন্য।'
রাসূল সাঃ তাঁর বিদায় হজ্জের ভাষণে উম্মতকে উদ্দেশ্য করে বললেনঃ মনে রেখো, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের #ইজ্জতকে আল্লাহ এমন পবিত্র ঘোষণা করেছেন যেমন পবিত্র আজকের দিন, এ শহর এবং এ মাস।[বুখারি]
আপনারা যারা মানুষের ভুল নিয়ে উপহাস ও হেয় করেন তারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট জালিম,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰ أَن يَكُونُوا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَاءٌ مِّن نِّسَاءٍ عَسَىٰ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُولَـٰئِكَ هُمُ الظَّالِمُونَ
‘হে বিশ্বাসিগণ! কোন ব্যক্তি যেন অপর কোন ব্যক্তিকে উপহাস না করে,হয়তো তারা তাদের অপেক্ষা উত্তম এবং নারীদেরও একদল যেন অন্য দলকে উপহাস না করে,হয়তো তারা তাদের অপেক্ষা উত্তম। তোমরা নিজেদের (মধ্যে একে অপরের) ত্রুটি অন্বেষণ করবে না এবং কাউকে কদর্য নামে সম্বোধন করবে না। কারণ,বিশ্বাস স্থাপনের পর (কাউকে) কদর্য নামে ডাকা গর্হিত কর্ম,যারা এ কর্ম হতে নিবৃত্ত না হয় প্রকৃত পক্ষে তারাই অবিচারক।’
একটু চারপাশে চোখ বুলালে দেখবেন, উপরে আল্লাহ্‌ কর্তৃক বর্ণিত জালিমের অনেক আলামত বহু ইসলামিস্টদের মধ্যে খুঁজে পাবেন। আবার, তাদের অনেকে সরাসরি উপহাস না করলেও উপহাস ও গালির দোকান খুলে দিয়ে তামশা দেখছে আর বুঝাচ্ছে তিনি খুব নিখুঁত মুমিন। অথচ, একজন আলেমকে দেয়া গালির পাপের একটা অংশ তার আমলনামায় যুক্ত ভয়ে ভীত হওয়া উচিৎ ছিলো।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন :
‘মুসলমানকে গালি দেয়া ফাসেকী এবং তাকে হত্যা করা কুফরী।’ [ইবনে মাজা/৩৯৩৯]
কোনো মুসলমান ভাই থেকে ভুল বা অসার কিছু প্রকাশিত হলে, তা যদি একান্তই ক্ষতির কারণ হয় তাহলে সেই ভুলকে ভুল হিসেবে প্রমাণ করে দেওয়া উচিৎ কিন্তু
ভুল প্রমাণ করতে গিয়ে 'অপমান করা বা গালি দেয়ার' মতো ফাসেকিতে লিপ্ত হওয়া উচিৎ নয়।
‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহি.) বলতেন, "اتقوا المزاح، فإنه حمقة تورث الضعينة"
‘তোমরা ঠাট্টা ও কৌতুক থেকে সাবধান থাক, কেননা তা হলো নির্বুদ্ধিতা, যা বিদ্বেষ ও শত্রুতা ছড়িয়ে দেয়।
তিনি অন্য এক জায়গায় বলেন,
"اتقوا المزاح، فإنه يذهب المروءة"
‘‘তোমরা ঠাট্টা ও কৌতুক থেকে সাবধান থাক, কেননা তা ব্যক্তিত্বকে নিয়ে যায়।’’
সা‘দ ইবনু আবী ওয়াক্কাস বলেন,
"إقتصر فى مزاحك، فإن الإفراط فيه يذهب البهاء، ويجرىّ عليك السفهاء"
‘তুমি ঠাট্টা ও কৌতুক কম কর, কেননা তা বেশি করা সৌন্দর্য ও জ্যোতিকে নিয়ে যায়। আর তোমাকে নির্বুদ্ধিতার উপর ছেড়ে যায়।’
তাই আমাদের উচিৎ নয় কাউকে নিয়ে ট্রল করা কিংবা অপমান করা এটা যেমনি ফাসেকি তেমনই ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ। আবার অনেকে নিজের বড়ত্ব প্রকাশ করতে মানুষকে নিয়ে হেয়া-তামাশা করে।
এর মানে এই নয় যে, কারো ভুল ধরা যাবেনা, ভুল অবশ্যই ধরা যাবে কিন্তু ভুল ধরতে গিয়ে অপমান, হাসি-তামাশা, তুচ্ছতাচ্ছিল্য করা বা হেয় করার জন্য বিভিন্ন উপনাম দেওয়া যাবেনা, দিলে আপনি আল্লাহর দৃষ্টিতে জালিম হিসেবে গণ্য হবেন।
আল্লাহ্‌ আমাদেরকে জালিম হওয়া থেকে হিফাজত করুন। আমিন।

  • Mahmuda Khatun, Atikul Islam Liman and 154 others
63 Comments
5 Shares
Like
Comment
Share

63 Comments

  • Md Syful Islam
    একজন মুসলিম কীভাবে অন্য মুসলিমদেরকে ভুলভাল খরব দিয়ে বিভ্রান্ত করতে পারে? যাকে মানুষ আলেম হিসেবে জানে।
    এমন আলেমদের সম্পর্কে জাতিকে সতর্ক করাকেও কি আপনি ট্রল হিসেবে নিবেন?
    3
    • Like
    • Reply
    • 32w
    Hide 12 Replies
    • Atikul Islam Liman
      Md Syful Islam ভাই 'ট্রল করা' আর 'সতর্ক করা' এক জিনিষ না। আমাদের আশপাশে যারা ট্রল করছে তা কি আদৌ উনাদের কাছে পৌঁছাবে কিংবা জনগণের কিছু যায় আসে? কিংবা আমাদের যারা ট্রল করছে তারা কি সংশোধনের উদ্দ্যেশ্যে এটা করছে না নিছক বিনোদনের জন্য সেটাও বিবেচনার বিষয়।
      1
      • Like
      • Reply
      • 32w
      • Edited
    • Md Syful Islam
      আমি ট্রলটাকে ভালো চোখে দেখি না। উল্টো ঘৃণা করি। আমি সতর্ক করার বলেছি।
      3
      • Like
      • Reply
      • 32w
      • Edited
    • Rakib Hasan
      Md Syful Islam সতর্ক করা, প্রকাশ্য ক্ষতিকর ভুল প্রকাশ্যে ধরা তো দোষের বলিনি।
      1
      • Like
      • Reply
      • 32w
    • Saleh Din
      Atikul Islam Liman তা হলে তো এই কথা গুলো ও ট্রল কারীর নিকট পৌঁছাবে না।
      যারা পদে,গদীতে মিম্বরে বসে- মিষ্টি মিথ্যাচার করে জনগনকে প্রতারিত করছেন, সে যা নয় তাই দাবী করছেন। আর এগুলো মানুষের নিকট পৌঁছায়। ঠিক যে মিডিয়ায় মানুষের নিকট এসব পৌছলো ঐ মিডিয়াতে ই তার… 
      See More
      • Like
      • Reply
      • 32w
      • Edited
    • Saleh Din
      Rakib Hasan - আমারা ভুল গুলো কি করে ধরিয়ে দিবো?
      সে তো আমার নিকট এসে কথা গুলো বলেনি।
      • Like
      • Reply
      • 32w
    • Mohsinul Hoque
      Md Syful Islam পৃথিবীতে প্রতিটি গবেষণার হাইপোথিসিস বা পুর্বানুমানের যথার্থতা নিয়ে কেউ এটাকে ১০০% সঠিক অথবা ভূল বলতে পারে না। কারণ এটা বিশাল একটি সংখ্যার মধ্য থেকে একটি নির্দিষ্ট সংখ্যক তথ্যের ওপর ভিত্তি করে দাড় করানো হয়। অার কুরঅান মাজিদেও অনুমান/ধারনার সঠিক/ ভূল এর ব্যাপারে বলা অাছে-
      یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ٘ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْم...........
      হে ঈমানদারগণ, বেশী ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ। (আল-হুজুরাত :আয়াত: ১২)
      যদিও এই অনুমান ও ধারণা দ্বারা কল্পিত অনুমান ও ধারণাকে বুঝানো হয়েছে। যে অনুমান/ধারণার পেছনে কোন যুক্তি প্রমাণ নেই। অন্যদিকে বৈজ্ঞানিক হাইপোথিসিসগুলো যুক্তি ও প্রমাণ দ্বারা প্রমাণিত। কিন্তু এরপরও দেখা যায় অনেক সময় বৈজ্ঞানিক গবেষণার ফলাফল হাইপোথিসিস এর বিপরীত যায়। তাহলে কি অাপনি সেই গবেষণা নিয়ে হাসিঠাট্টা করবেন। না এটা করা ঠিক নয়। অাপনি কি সুরা হুজুরাত পড়েন নি। নাকি যেটুকু অাপনার বিপক্ষে যায় সেটুকু অামরা মানার ক্ষেত্রে নিরবতা অবলম্বন করি।
      অাজকে যদি কোন ডাক্তার এ ধরনের কথা বলতেন তাহলে পোষ্টার করে সবার ওয়ালে বিষয়গুলো শেয়ার হতো। কারণ উনি তো ডাক্তার/বিজ্ঞানী তাই উনার সব কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত!!! সুতরাং উনার বক্তব্য নিয়ে কোনো সমস্যা নাই।
      মোটকথা হলো, এদেশের মানুষ অালেমদের থেকে গবেষণাধর্মী অালোচনা শুনে অভ্যস্ত নয়। তাই তাদেরকে গবেষণা করার অধিকার দিতে নারাজ। এখন যারা ট্রল করছেন তারা হলো ঐ গ্রুপের সদস্য, যারা ডা. জাকির নায়েক কে বলেছিলো পায়খানা পরীক্ষার ডাক্তার কিভাবে শরয়ী মাসয়ালা দিবে। কাউকে নিয়ে সংঘবদ্ধভাবে ট্রল/সমালোচনা করার অাগে জেনে নিন এই সমালোচনার উদ্ভাবক কে, কি উদ্দেশ্যে করছে। অাবেগে কারও সম্মানহানীর পেছনে নিজেকে নিয়োজিত করা উচিৎ নয়। অাল্লাহ অামাদেরকে হেদায়াত দান করুন।
      1
      • Love
      • Reply
      • 32w
      • Edited
    • Mohsinul Hoque
      Saleh Din অাপনি ওনার বক্তব্যের বিপরীতে অারেকটা গবেষণা করে ঐটাকে ভুল প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। ওনার কাছে পৌছে যাবে। অাজাইরা সমালোচনা করার দরকার অাছে বলে মনে করি না। যদিও অামি তার বক্তব্য সঠিক/ভুল এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ।
      • Like
      • Reply
      • 32w
    • Md Syful Islam
      গবেষক মানেই তার রেফারেন্স থাকবে, কতজন মানুষের উপর এই জরিপ চালানো হয়েছে তার উল্লেখ থাকবে। আপনার প্রাণপ্রিয় আলেমকে গবেষণার পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলেন।
      আমরা গবেষক আলেম চাই। জাতিকে নেতৃত্ব দেয়ার মতো গবেষক ও চিন্তাশীল আলেম চাই। হাসিরপাত্র হওয়ার মতো কোনো আলেম চাই না।
      • Like
      • Reply
      • 32w
    • Saleh Din
      Mohsinul Hoque - এমন টি করতে বলেছেন কেন?
      • Like
      • Reply
      • 32w
    • Mohsinul Hoque
      Md Syful Islam কার প্রাণ প্রিয় অালেম সেটা জরুরী না প্রিয় ভাই। হয়তোবা কোনো গবেষনার ফলাফল উনি বলেছেন। এটা তাফসীরের ময়দান ছিলো। এটা গবেষণাপত্র উপস্থাপনের কোনো প্রোগ্রাম ছিল না। এটা কোনো বক্তব্যের প্রাসঙ্গিক টপিক। তবে হ্যাঁ অামাদের মাঝে অালেমদেরকে সংশোধন/ইসলাহা করার নজির অাছে। সেটা অামরা কিছুদিন অাগেও দেখেছি এবং সেটা যথাযথ পদ্ধতি অনুযায়ী হয়েছে। তবে অামরা যারা শ্রোতা তাদেরও সহনশীল হওয়া উচিৎ অার যারা বক্তা তাদেরও পরিস্থিতির দাবী অনুযায়ী কথা বলা উচিৎ। অাসলে অানপ্রডাক্টিভ সমালোচনা করে খুব উপকারিতা নেই। ধন্যবাদ।
      2
      • Love
      • Reply
      • 32w
    • Mohsinul Hoque
      Saleh Din এমনটি করতে হবে তা ম্যান্ডেটরি নয়, তবে অানপ্রডাক্টিভ সমালোচনা করে অালটিমেট কোনো উপকারিতা নেই। ধন্যবাদ..
      1
      • Like
      • Reply
      • 32w
    • Saleh Din
      Mohsinul Hoque - দারুন!
      • Like
      • Reply
      • 32w
  • Hasan Md Mehedi
    ট্রল করার মত আকাম করছে
    1
    • Like
    • Reply
    • 32w
    • Rakib Hasan
      ট্রল কাম্য নয়। আকাম মানুষই করে, ফিরিস্তারা নয়।
      • Like
      • Reply
      • 32w
    • Hasan Md Mehedi
      Rakib Hasan এই আকাম সীমা লঙ্ঘন করেছে
      • Like
      • Reply
      • 32w
    • Rakib Hasan
      উনি সীমা লঙ্ঘন করেছে বলে বাকিদের সীমালঙ্ঘন বৈধ হয়ে যায়না।
      ভুল সংশোধন করিয়ে দিন, প্রয়োজনে প্রতিবাদ করুন কিন্তু ট্রল নয়, কারণ তিনি আপনার আমার দ্বীনি ভাই।
      তাছাড়া আল্লাহ ও রাসূল সাঃ নিষেধ করেছে।
      এখন কী আল্লাহর নিষেধ অমান্য করা উচিত হবে কিংবা বুদ্ধিমানের কাজ হবে?
      2
      • Like
      • Reply
      • 32w
    • Tareq Mahmud
      Hasan Md Mehedi আকাম করলে সমস্যা নেই। ট্রল করলে সমস্যা!?
      5
      • Like
      • Reply
      • 32w
    • Saleh Din
      Rakib Hasan - তা হলে চুপ করে থাকতে হবে আর এটাও বৈধ নয়।
      • Like
      • Reply
      • 32w
    • Saleh Din
      Rakib Hasan - ভুল ধরিয়ে দিতে একবার বললেই যদি হয় তো ট্রল হয় না। যখন বার বার বলার পর ও এনটার্কটিক মহাদেশ এনটার্টিকা হয় না তখন তো মানুষ হাসবে কাঁদবে পাগল মরা রোগী কত কি বলবে।
      • Like
      • Reply
      • 32w
  • Lily Farooque
    ঐ বক্তব্য কি মিথ্যা?
    1
    • Like
    • Reply
    • 32w
    • Rakib Hasan
      হ্যাঁ, উনি ব্লাড গ্রুপ নিয়ে বক্তব্য দিয়েছেন।
      তিনি বলেছেন সেটা কোনো এক গবেষকের গবেষণা।
      আমি সেটাকে সঠিক মনে করিনা।
      1
      • Like
      • Reply
      • 32w
    • Lily Farooque
      উনাদের আরও সতর্কতার সাথে কথা বলার দরকার।
      1
      • Like
      • Reply
      • 32w
    • Saleh Din
      Lily Farooque - না পদ পদবী তে বসে যা বলবেন সবই বেদ সম্ং বাক্যং মনে করিতে হইবে।
      • Like
      • Reply
      • 32w
  • Mozammel Hossain Toha
    তৃতীয় প্যারা অনুুযায়ী আমাদেরকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ যাবতীয় রাজনৈতিক নেতৃত্বকে ট্রোল করাও বন্ধ করে দিতে হবে। কারণ তাদের টুকটাক পাপ থাকতে পারে, কিন্তু তারাও আমাদের মুসলমান ভাই।
    6
    • Like
    • Reply
    • 32w
      • Like
      • Reply
      • 32w
    • মামুন আব্দুল্লাহ্
      Mozammel Hossain Toha ওবায়দুল কাদেরকে আপ্নে, আমি নোয়াখালীর হিসাবে ভাই বলতে পারি, কিন্তু শেখ হাসিনাকে ভাই বলবে কিভাবে?
      5
      • Haha
      • Reply
      • 32w
    • মামুন আব্দুল্লাহ্
      Md Syful Islam আপ্নে কুমিল্লার হিসাবে পাশের এলাকার বড়ো ভাই বলতে পারেন সর্বোচ্চ, ডাইরেক্ট ভাই বলতে পারেন না কোনভাবেই😬
      2
      • Like
      • Reply
      • 32w
    • Md Syful Islam
      আমি কাদের কাক্কু ডাকবো।
      1
      • Like
      • Reply
      • 32w
      • Like
      • Reply
      • 32w
    • Rakib Hasan
      আমি মনে করি শেখ হাসিনাদের নিয়েও ট্রল করা উচিত নয়। এবং তাদেরকে অমুসলিম মনে করিনা কিন্তু স্পষ্ট জালিম মনে করি।
      তবে আপনি যখন জালিমের জুলম থামাতে না পেরে, তার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন, তখন আপনি ট্রলকে অস্ত্র মনে করে ব্যবহার করলে, সেটা জরুরত বা বিশেষ অবস্থা বিবেচনায় ছাড়ের সুযোগ আছে বলে মনে।

    • সময়োপযোগী একটা পোস্ট।অনেক প্রাকটিসিং মুসলিমও এহেন যঘন্য কাজ করে।আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিক।
      3
      • Love
      • Reply
      • Share
      • 32w
    • Sharif Abdullah
      মুফতি হুজুরকে নিয়ে তাহলে আমাদের কি করা উচিত?
      • Like
      • Reply
      • Share
      • 32w
      • Rakib Hasan
        উনার ভুল নিয়ে কথা বলুন, প্রকাশ্যে সমালোচনা করুন, মানুষদের উনার ভুলের ব্যাপারে সতর্ক করুন।
        • Like
        • Reply
        • Share
        • 32w
      • Like
      • Reply
      • Share
      • 32w
    • Md. Mozibullah
      এই প্রজন্ম গঠনমূলক সমালোচনা অার ট্রল দুইটাকে পার্থক্য করতে পারেনা!! গঠনমূলক সমালোচনার জায়গায় ট্রল করে বসে!!
      6
      • Sad
      • Reply
      • Share
      • 32w
      • Rakib Hasan
        জ্বি ঠিক বলেছেন
        • Like
        • Reply
        • Share
        • 32w
    • Md. Akifur Rahman
      প্রিয় অনেক ভাইকেও ভুলবশত এই জঘন্য কাজে লিপ্ত হতে দেখে খারাপ লেগেছিল গতকাল।
      কপি করতে পারব কি ভাই?
      2
      • Sad
      • Reply
      • Share
      • 32w
    • Yusra Yara
      কাজী ইব্রাহিম হুজুর আবার কি করলো? ওনি যা আলোচনা করেন তা তো অপ্রাসঙ্গিক কিছু নয়।ইলুমিনাতি,সিক্রেট সোসাইটি,আখেরি জামানার ফেতনা সমন্ধে যাদের ধারণা নাই তারাই তো আবেগে সবেগে ট্রল করবে।সেজন্য তো ওনি যা বলছেন সেগুলো কিভাবে ট্রল করার উপযুক্ত হতে পারে?
      3
      • Like
      • Reply
      • Share
      • 32w
        • Yusra Yara
          ওনি তো বলছেনই এগুলো গবেষনা।আর মুমিনরা তো কুরআন হাদিসের বাইরে কোনো গবেষণায় ঈমান আনার কথা না।অথচ মুসলিমরা তো কাফেরদের কত গবেষণার প্রতি ঈমান আনছে,কতকগুলোকে ইসলামাইজড করছে তখন তো কোনো প্রব্লেম হয়না।
          আর এই কথা যদি আধুনিক বিজ্ঞান বলতো তাহলে ফলাউ করে এরাই প্রচার করতো।কখনোই বলতোনা গাঁজাখুরি,আজগুবি।আধুনিক বিজ্ঞানের গবেষণায় দেওয়া তথ্য যদি কুরঅানের বিপক্ষেও যায় তারপরো একদল কুরআন থেকে ঘুরিয়ে পেঁচিয়ে এনে রেফারেন্স দিয়ে বলবে এই তো কুরআনও একই কথা বলছে।দেখো অমুসলিম,নাস্তিকরা কুরআন প্রকৃতই সত্য আসলেই হক।বিজ্ঞানী কাফের হলেও সে মিথ্যা বলবে কোন স্বার্থে?অথচ হুজুর বললেই সমস্যা। হুজুর মোল্লাগিরি ছেড়ে বিজ্ঞানী হতে গেছে,নতুন বিজ্ঞানী এসেছে ব্লা ব্লা ব্লা।আদার বেপারীর জাহাজের খবর নিতে আসছে।বিজ্ঞানপূজায় সমস্যা নেই।সমস্যা কেবল হুজুররা রিসার্চ করলে, আধুনিক বিজ্ঞানের বিপক্ষে কিছু বললে।অধিকাংশের বিপক্ষে কথা বললে।
          এই জামানার মুসলিমদের সাহস নেই সত্যকে সত্যের মতো তুলে ধরার।অথচ তাদের গবেষণায় আজগুবি তথ্য দিলেও সেটাই হক।
          ভুল প্রত্যেকেই করে।সেজন্য তার সেই বিষয়ভিত্তিক সব গবেষণা প্রকাশ্যে অগ্রাহ্য করা, হাসিতামাশা করা এটা কোন লেভেলের মুমিনের বৈশিষ্ট্য।
          কাজী ইব্রাহিমের করোনা,ভ্যাক্সিন নিয়ে অনেক আলোচনায় ভাইরাল হয়েছে।অথচ যারা আখেরি জামানার ফিতনার নিয়ে গবেষণা করে তারা কাজী ইব্রাহিমের অধিকাংশ বক্তব্যকেই আজগুবি বলেন নি।আর এসব এখানে বলেও লাভ নেই।আর শেষ জামানায় অধিকাংশই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যাকে সত্য।বর্তমান মুসলিমগণ কুরআন নিয়ে ততটা গবেষণা করেনা যতটা গবেষণা করে বিজ্ঞান নিয়ে,নিজেদের স্বার্থসাধন নিয়ে।অথচ মুমিনের সকল গবেষণার উৎসই হলো কুরআন ও সুন্নাহ।
          কাফেররা গবেষনা করে কুরআন সুন্নাহর ব্যাপারে কি তথ্য দিল সেটা আমরা গিলতে রাজি।তা সত্যই হোক মিথ্যাই হোক।মিথ্যা হলেও সমস্যা নেই।রেফারেন্স কাটসাট করা যাবে।নয়তো তো কাফেররা কুরআনের বিরুদ্ধে অপবাদ দিবে!তাহলে কি কুরআন মিথ্যা!!!
          1
          • Love
          • Reply
          • Share
          • 32w
        • Rakib Hasan
          Yusra Yara আপনি সুন্দর বলেছেন জাযাকাল্লাহ
          • Like
          • Reply
          • Share
          • 32w
      • Kazi Mohammad Sabuj
        উনার কয়েকটা গবেষণা প্রায় সব কটির রেজাল্ট ছিল নারী ফুরুষ হয়ে যাওয়া কিংবা ফুরুষ নারী হয়ে যাওয়া নইলে সমকামী হয়ে যাওয়া। প্রথমে ফার্মের মুরগী এরপরে করোনার টিকা গবেষণা করে উনি এই ফল পেয়েছেন।
        উনার করোনার সুত্রের কথা বাদই দিলাম, বৈজ্ঞানিক ভিত্তি বাদ দেন, ধর্মীয় কোনো ভিত্তি দেখান এই সুত্রের??
        গবেষণা আর ভাড়ামীর পার্থক্য বুঝেন আগে, তারপর না হয় উনার এসবে সম্মতি দিয়েন, দাড়ির মত একটা সুন্নতকে উনি বানায়া দিলেন মেয়েদের যৌনতার চাবি😄😄
        কেমনে কি উনার চাবির পরিমাণ নিয়ে আলোচনা করলে এখন বলবেন ট্রল করতাসি।
        উনি ধর্মের যে ক্ষতি করতেসে তার চাইতে বেশি ক্ষতি করছেন আপনারা যারা তারে অন্ধের মত সব কিছুতে সমর্থন দেন।
        3
        • Like
        • Reply
        • Share
        • 32w
      • Meherajul Islam Sourov
        Yusra Yara উনার অনেক বক্তব্য ই ট্রল করার মত এবং ট্রল হচ্ছে। উনার উচিত যে বিষয়ে জানা নেই সেই সব বিষয়ে কথা না বলা এবং শুধু কোরআন হাদিস নিয়ে কথা বলা যেটাতে উনি পারদর্শী বলে আমি মনে করি।
        • Like
        • Reply
        • Share
        • 32w
    • ﻋﻤﺮﻭ ﻋﺒﺪﺍﻟﻠﻪ
      উনাকে নিয়ে অতিরিক্ত ট্রল করা উচিত নয়। তবে উনার থামা উচিত। উনি সম্ভবত বয়সের ভারে উলটাপালটা ও বলতে শুরু করেছেন। সবচেয়ে ভালো হতো উনি যদি চুপ থাকতেন। আল্লাহ পাক উনাকে সহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
      2
      • Love
      • Reply
      • Share
      • 32w
    • Shelly Rehana
      আমিন
      1
      • Love
      • Reply
      • Share
      • 32w
    • Abdul Momin
      জাজাকাল্লাহ ভাই, প্রত্যহ জীবনে অনেককেই ট্রল করি, কখনো এভাবে ভেবে দেখিনি। ইনশাআল্লাহ এবার থেকে আরো সচেতন হবো😍
      1
      • Love
      • Reply
      • Share
      • 32w
      • Rakib Hasan
        ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দান করুন
        1
        • Like
        • Reply
        • Share
        • 32w
    • Mohammad Riaz
      মানুষের ভূল একবার কিংবা দুইবার হতে পারে। কিন্তু বারংবার আজগুবি ভূল তথ্য দিয়ে যাচ্ছেন ইব্রাহিম সাহেব। থামার কোনো নাম নাই। কেবল ওনিই না আমির হামজা, তারেক মনোয়ারেরও একই কাহিনী। পুরো আলেমসমাজকে হাসির খোড়াক বানিয়ে ফেলছেন।
      3
      • Like
      • Reply
      • Share
      • 32w
    • Kazi Mohammad Sabuj
      এরা কয়েকজন যা শুরু করেছে, এদের থামানো জরুরি হয়ে গেছে।
      একটা কথারও ধর্মীয় কিংবা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই।
      কেউ হাদিসে পেয়ে যান ত্রাম্পের নাম, কেউ আবার ফার্মের মুরগী আর ভ্যাক্সিনে পেয়ে যান সমকামী হয়ে যাওয়ার গোপন তথ্য।
      • Like
      • Reply
      • Share
      • 32w
    • Mahbubur Rahman
      অনেক ভাইয়ের বিকৃত ট্রল দেখলে মনে হয়,
      ফেসবুক অামলনামার পরকালে কোন বিচার হবেনা....???
      হে অাল্লাহ অাপনি অামাদের ক্ষমা করেন।