Wednesday, February 24, 2021

আবুল মকসুদের প্রয়াণে আমরা শোকাহত জামায়াত [25.02.21]

"দেশে মাদ্রাসা শিক্ষার ভিতর দিয়েই বাংলাদেশে মৌলবাদী ইসলাম টিকে আছে এবং আরও বহুদিন টিকে থাকবে। এরা প্রগতিশীল বাংগালী জাতীয়তাবাদের ঘোরতর প্রতিপক্ষ। দেশে এক ও অভিন্ন শিক্ষাব্যবস্থা থাকলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটত। মাদ্রাসা থেকে অনিবার্যভাবে তৈরি হয় ধর্মান্ধ মানুষ ও মৌলবাদী দলের কর্মী। সাধারণ স্কুল- কলেজ থেকেও তা হতে পারে। কারণ মৌলবাদী নেতারা অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত। মসজিদের ইমাম, জেহাদি সংগঠনগুলোর সদস্য, ইসলাম প্রচার সংঘগুলোর নেতাকর্মী অবধারিতভাবে মাদ্রাসা থেকেই আসে। অল্প-শিক্ষিত ও অশিক্ষিত মানুষেরা এদের দ্বারা সহজেই প্রভাবিত হয় এবং সমাজে সাম্প্রদায়িক চেতনা চাংগা হয়। আমাদের চিন্তা ও জীবনে অগ্রগতি আনতে চাইলে আমাদের তর্ক করতে হবে"।
- সৈয়দ আবুল মকসুদ,
'বাঙালি জাতি, বাঙালি মুসলমান, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ", চতুরঙ্গ পত্রিকা, বর্ষ ৬৩, সংখ্যা ১-২, ২০০৩-২০০৪, পৃঃ৬৮

ইসলাম ও জামায়াতে ইসলামীর পরম হিতাকাঙ্ক্ষী আবুল মকসুদের প্রয়াণে আমরা শোকে হতাহত!
[আল্লাহর বান্দাহদের জাহেলিয়াতে অন্ধকার থেকে বের করে আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীনে দাখিল করানোর লক্ষ্যে যে দল কায়েম হয়েছে, সে দল যখন কোনো বিশেষ প্রাণের প্রয়াণে শোকাভিভূত, তখন দেখতে হয় তিনি আসলে ইসলামের কেমন বন্ধু ছিলেন।]
১। ধর্মান্ধ মৌলবাদীগোষ্ঠী যতই চেষ্টা করুন, বাংলাদেশ কখনো আফগানিস্তান-পাকিস্তান হবে না।
এখনো #জামায়াতের ভোটার ৪-৫ পার্সেন্টের বেশি হবে না। এই ধর্মান্ধ শক্তিকে আদর্শিকভাবে মোকাবিলা করতে হবে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর আরও ভূমিকা রাখা উচিত। জনসাধারণকে সচেতন হতে হবে।
তিনি আরো বলেন, #জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যেই চিহ্নিত করেছে। তাদের নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।
#আবুল মকসুদের সাক্ষাৎকার
(দৈনিক আমাদের অর্থনীতি/ ৩ মার্চ ২০১৫)
২। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘একাত্তরের চেতনা পুনর্জাগরণের জন্য গণজাগরণ মঞ্চ যে আন্দোলনের সূচনা করেছে, সে আন্দোলনের মৃত্যু নাই। #জামায়াত-শিবিরের যারা একাত্তরে গণহত্যায়, নারী ধর্ষণে, জ্বালাও-পোড়াওয়ে অংশ নিয়েছিলেন, তাঁদের সঙ্গে ভোটের রাজনীতির কারণে যদি কেউ আঁঁতাত করতে চান, তাহলে তা হবে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’
#যুদ্ধাপরাধের বিচার নিয়ে 'টালবাহানা' বন্ধের দাবি
[প্রথম আলো/২৮ জুন ২০১৩ ]
৩। "দেশে মাদ্রাসা শিক্ষার ভিতর দিয়েই বাংলাদেশে মৌলবাদী ইসলাম টিকে আছে এবং আরও বহুদিন টিকে থাকবে। এরা প্রগতিশীল বাংগালী জাতীয়তাবাদের ঘোরতর প্রতিপক্ষ। দেশে এক ও অভিন্ন শিক্ষাব্যবস্থা থাকলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটত। মাদ্রাসা থেকে অনিবার্যভাবে তৈরি হয় ধর্মান্ধ মানুষ ও মৌলবাদী দলের কর্মী। সাধারণ স্কুল- কলেজ থেকেও তা হতে পারে। কারণ মৌলবাদী নেতারা অনেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত। মসজিদের ইমাম, জেহাদি সংগঠনগুলোর সদস্য, ইসলাম প্রচার সংঘগুলোর নেতাকর্মী অবধারিতভাবে মাদ্রাসা থেকেই আসে। অল্প-শিক্ষিত ও অশিক্ষিত মানুষেরা এদের দ্বারা সহজেই প্রভাবিত হয় এবং সমাজে সাম্প্রদায়িক চেতনা চাংগা হয়। আমাদের চিন্তা ও জীবনে অগ্রগতি আনতে চাইলে আমাদের তর্ক করতে হবে"।
- সৈয়দ আবুল মকসুদ,
'বাঙালি জাতি, বাঙালি মুসলমান, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ", চতুরঙ্গ পত্রিকা, বর্ষ ৬৩, সংখ্যা ১-২, ২০০৩-২০০৪, পৃঃ৬৮
৪।
১০/০৫/১১ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘সংবিধান সংশোধন খুব সাবধান’ শিরোনামে একটি কলাম লিখেছিলেন। তার কিছু অংশ তুলে দিলাম,
-“আমি মুখে বলা ছাড়াও সংক্ষেপে লিখিতভাবে কয়েকটি পয়েন্ট দিয়েছি। তাতে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলির ভিত্তি’ বর্জন করার পরামর্শ রয়েছে।”
-“ধর্মভিত্তিক রাজনীতি অত্যন্ত জঘন্য রাজনীতি। তা উদার গণতান্ত্রিক আদর্শের শত্রু। তা মানুষে-মানুষে বিভেদের জন্ম দেয়। সংহত জাতি গঠনের পথে তা শক্ত বাধা।"
তা ছাড়া বাস্তবতা হলো, এখনো ইসলামি মৌলবাদী রাজনীতির (#জামায়াতে ইসলামী) সমর্থক বাংলাদেশে পাঁচ-ছয় শতাংশের বেশি নয়, যদিও সমাজে ধর্মীয় গোঁড়ামি পর্যাপ্ত।
-“জামায়াত ও ইসলামি দলগুলো মানুষের শাসন মানে না। তারা আল্লাহর আইন চায়। অথচ মানুষ ও রাষ্ট্র নিয়েই সংবিধানের কারবার।”
৫। ২৯ জুন ২০১০ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জামায়াত নেতৃবৃন্দ এরেস্ট হওয়ার পর তিনি প্রথম আলোতে 'ভাবিতে উচিত ছিলো প্রতিজ্ঞা কথন' শিরোনামে একটা কলাম লিখেন। সেখানে জামায়াত নিয়ে এভাবে মন্তব্য করেন,
"বর্তমান জামায়াতের নেতা-কর্মীদের ৯০ শতাংশেরই বয়স ৫০-এর নিচে। তাদের এখন একটি ইসলামী বিরােধী দল হিসেবেই গণ্য করতে হবে।"
৬। এছাড়াও, ভাষা আন্দোলনে ভাষা সংগ্রামী কমরেড মোহাম্মদ তোয়াহার ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় আবুল মকসুদের উপস্থিতে দিলীপ বড়ুয়া বলেন,
"দেশ থেকে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড এবং জঙ্গিবাদ ও মৌলবাদী কার্মকাণ্ডকে নিশ্চিহ্ন ক‌রে চিরতরে বিদায় দিতে হবে"
৭। মজার বিষয় হল, একসময় তিনি শেখ মুজিবের শাসন আমলের সমালোচনা করতে গিয়ে আফসোসের সাথে বলেন,"রাস্ট্রের জন্মের শুরুতেই রাস্ট্রের একনায়কত্ব সুপ্রতিষ্ঠিত করা হয়"
কিন্তু এই একই লোক ১৮০° ঘুরে গিয়ে (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সড়ক ভবনে আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ মুজিবের ভূয়সী প্রশংসা করতে গিয়ে বলেন,
‘অনেকেই বলেন তিনি (বঙ্গবন্ধু) মহান নেতা কিন্তু প্রশাসক হিসেবে তিনি ততটা সাফল্যের পরিচয় দেননি। আমি মনে করি, এটা একটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন উক্তি।
নানা রকম প্রতিবন্ধকতা, পাকিস্তানের নানা রকমের শত্রুতা, এসবকে মোকাবেলা করে বঙ্গবন্ধু পৃথিবীর অধিকাংশ দেশের এবং খুব গুরুত্বপূর্ণ দেশগুলোর স্বীকৃতি আদায় করেছেন। কাজেই তার যে জীবন ও কর্ম সেগুলো আলোচনা পর্যালোচনা হওয়া দরকার। সেগুলো থেকেই শিক্ষা নিতে হবে। প্রজন্মের পর প্রজন্ম জাতির নেতার কাছ থেকে আদর্শ যদি গ্রহণ করতে না পারে তাহলে অগ্রসর হওয়া কঠিন।'
উপরের লেখাগুলো দিয়ে দেখিয়েছি, জামায়াত যার জন্য শোকাহত হলেন, তিনি কতটা জামায়াতের শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলাম ও মুসলমানের কেমন বন্ধু ছিলেন!
জামায়াত তার শোকবানীতে বলেছেন,
"তিনি দেশে বাক-স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন"
উপরের এই বাক্যে যা আছে তার প্রায় পুরোটা অসত্য।
বরং আমরা সকলে জানি তিনি এই ফ্যাসিস্ট রেজিমের কত উঁচু মাপের সমর্থক বুদ্ধিজীবী ছিলেন।
সর্বশেষে জামায়াতকে বলতে চাই,
এভাবে শোকবার্তা না দিয়ে চুপ থেকেও মৃত ব্যক্তিকে সন্মান জানানো যায়।
জামায়াত এভাবে স্রোতে গা না ভাসিয়ে আরও বেশি চিন্তাশীল হবে এমনটাই আশাকরি। অভ্যান্তরে থাকা সংস্কারপন্থীদের প্রেসারে পড়ে এভাবে ধোঁকায় পড়া ঠিক হবেনা। স্মরণে রাখতে হবে শহীদদের, শহীদদের খুনিদের এবং চিনতে হবে ইসলামের দুশমনদের।
জামায়াতের এটা ভুলে যাওয়া উচিৎ নয় যে, তারা ইসলামের তাগিদে ও আল্লাহর কাছে জবাবদিহিতার তাড়নায় রাজনীতি করে, রাজনীতির প্রয়োজনে ইসলাম করেনা।
জামায়াতকে গণ মানুষের সংগঠন বানানোর নামে, এই আধ্যাত্মিক দলটিকে প্রাণহীন বুর্জুয়া দলে রুপান্তরিত না করার অনুরোধ
Suraia Akhter Tumpa, Sorol Kotha and 165 others
109 Comments
6 Shares
Like
Comment
Share

109 Comments

  • MD Tofael Hossain
    এসব কথা বললে আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো! "৷ 😄😄😄😀😍😍😍
    2
    • Haha
    • Reply
    • 27w
    MD Tofael Hossain replied
     
    4 Replies
  • MD Tofael Hossain
    অথচ গণতন্ত্র ধ্বংসের পিছনে এই কালপিট সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে।।। হাসিনা যখন এদেরকে লাত্থি মেরেছে তখন এরা গণতন্ত্রের জন্য মায়াকান্না করেছে।।
    • Like
    • Reply
    • 27w
    MD Tofael Hossain replied
     
    4 Replies
  • Enamul Haque Mony
    গান্ধীবাদী রাজনীতি
    3
    • Sad
    • Reply
    • 27w
    Boney Adam replied
     
    9 Replies
  • Abdullah Al Maruf
    সত্যিই চিন্তার বিষয়.....😪
    2
    • Sad
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      আল্লাহ আমাদের যথাযথ চিন্তা করার তাওফিক দান করুন।
      • Like
      • Reply
      • 27w
  • Taib Ahmed
    Defining identities are crucial in the communications of human society. Jamaat failed to identify themselves, in this case!
    2
    • Sad
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      হীনমন্যতা থেকেই আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। আদর্শবাদী দল তার অবস্থান জানান দিতে দ্বিধা করা উচিত নয়, এটা তাদের উপলব্ধিতে আসা দরকার।
      3
      • Like
      • Reply
      • 27w
      • Like
      • Reply
      • 27w
    • Boney Adam
      সংগঠনের সাথে সরাসরি নেই যারা এইরকম মন্তব্য করে তারা।
      অতি ভক্ত তাতি নষ্ট।
      উল্টো পাল্টা পোস্ট এবং কমেন্ট রিয়েল কর্মী নেতাদের হয় কষ্ট!
      • Like
      • Reply
      • 27w
  • Sakib Ahmed
    পয়েন্ট টু পয়েন্ট আলোচনা দুঃখজনক।
    রাজনীতিতে এরকম সৌহার্দপূর্ণ আচরণ থাকা উচিত বলে মনে করি।
    6
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      Sakib Ahmed একমত যে 'রাজনীতিতে সৌহার্দপূর্ণ আচরণ থাকা উচিৎ'।
      কিন্তু একজন ইসলামের স্পষ্ট দুশমনের ব্যাপারে এই সৌহার্দ্যতা দেখিয়ে মুমিনদের কষ্ট দেওয়া এবং নিজ দলের লোকদের হাসির পাত্র বানানো উচিত নয়।
      ইসলাম বিদ্ধেষীদের ব্যাপারে অতি উদারতা প্রদর্শনের নিয়ম ইসলামে নেই।
      3
      • Like
      • Reply
      • 27w
      • Edited
    • Boney Adam
      আপনি দাওয়াত এর মানহাজ বুঝলে - উঠে পড়ে লাগতেন না---
      জামায়াতে ইসলামী না শুধু রাজনৈতিক দল আবার না শুধু ধর্মীয় কাফেলা - … 
      See More
      • Like
      • Reply
      • 27w
  • Quazi Mostufa
    সব কিছুতেই শোকবানী যেন জামাতের অসুখে পরিণত হয়েছে।
    আবুল মকসুদের মত লোকেরা ধর্ম, জাতির জন্য ক্যানসার।
    1
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      জামায়াত যে হারে উদারতার গর্ত খনন করে যাচ্ছে তাতে যেকোনো সময় গর্তে পড়ে যাওয়ার আশংকা করি।
      2
      • Like
      • Reply
      • 27w
    • Boney Adam
      আল্লাহ না করুন ---
      তবে আপনার আশংকা আশংকা থেকে যাক--
      আপনি ফেসবুকে যেহারে পোস্ট এবং কমেন্ট করতে আছেন - নিশ্চয়ই কোন সংগঠনিক শাখার সাথে জড়িত নেই।
      যদি থাকতেন - তাহলে সেখানে জিগ্যেস করতে পারতেন -
      আসলে আপনি জামায়াতে ইসলামী বা শিবিরের অহেতুক দোষ তালাশ কারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ---
      হয় বুঝে না হয় না বুঝে।।
      • Like
      • Reply
      • 27w
    • Quazi Mostufa
      Boney Adam constructive criticism is appreciated in JI/Shibir.
      Senior leaders of JI will definitely decide what's is the best interest of movement but it should not act as a cult group.
      • Like
      • Reply
      • 27w
    • Boney Adam
      গঠনমূলক সমালোচনা বুঝি বাজারে এবং চৌরাস্তায় মোরে দাড়িয়ে হবে --
      কাল্ট গ্রুপ বলতে কি বুঝাতে চাচ্ছেন -
      অতি উচ্চ শব্দ দিয়ে - পাকনামি ছাড়া কিছু হয়না---
      আমরা না জামায়াতে ইসলামী অন্ধ ভক্ত - উনিশ বিশ মনে করলে চটে যাব- ( অন্ধ ভক্ত তার মন মত কিছু না পাইলে তার আবেগে ভাটা পড়ে)
      আবার অহেতুক বাড়াবাড়ি সমালোচনা নই!
      সবসময় ডিসিপ্লিন মেনে সমালোচনা এবং প্রসংশা করে থাকি।
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Boney Adam আপনার পেরেশানি দেখার মতো। আমাদের তো অনেক বোঝালেন, এবারের মতো থামুন না!
      2
      • Like
      • Reply
      • 27w
    • Quazi Mostufa
      Rakib Hasan sometime ignoring is way better than argument.
      1
      • Love
      • Reply
      • 27w
  • মাওলানা কাজী জালাল উদ্দীন
    অন্যদের কাছে ভালো হওয়ার জন্য জামাত অনেক সময়ই নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, এতে শুধু জামায়াতই ক্ষতিগ্রস্ত হয়েছে, অতীত থেকে শিক্ষা নেওয়ার সময় কি আমাদের এখনো আসেনি?
    2
    • Sad
    • Reply
    • 27w
  • Shoaib Howlader
    শোকপ্রকাশ করা খারাপ কিছু না।
    2
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      একমত। তবে পুরো পড়লে একমত নাও হতে পারেন
      • Like
      • Reply
      • 27w
    • Md Abdul Mannan
      এখন তো আর অহি আসে না।
      আল্লাহর রাসুল সাঃ ও মুনাফিকের জানাযায় দাঁড়িয়ে গিয়েছিলেন!
      গায়ের জামাও দিয়ে দিয়েছিলেন। অহি ই তাঁকে সঠিক পথ দেখিয়েছে।
      এ তো হলো একটা দিক।
      অপর দিকে সেই রাসুল ই মাক্কার কাফের মুশরিকদের সাথে হুদায়বিয়ার সন্ধি করেছেন, এর প্রতিক্রিয়ার ইতিহাস সবাই জানে।
      রাসুল সাঃ কি ভুল করেছিলেন?
      মাদীনার ১৩/১৪ টি কাফেির মুশরিক গোত্রের সাথে সমঝোতা চুক্তি তথা মাদীনা সনদ তৈরি করে রাসুল সাঃ ভবিষ্যত ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন।
      রাসুলেরএই কৌশল কি ভুল ছিলো?
      চরমপন্থার উর্ধ্বে উঠে তিনি কতো যে উদারতা এবং সৌজন্যবোধের পরাকাষ্ঠা দেখিয়েছেন, তার কি ইয়ত্তা আছে?
      ফেসবুকীয় তৎপরতায় চঞ্চলমতি তরুণ যুবক তো বটেই, আমার মতো বহু বুড়ারও বিভ্রান্ত হওয়ার উপক্রম হয়।
      এতো আন্তরিকতা থাকলে,
      যার যা হ্যাডম আছে, তা নিয়ে সরাসরি ময়দানে নেমে কাজ করুন।
      তখন দেখা যাবে, প্রকৃত
      অবস্থা কী!
      কীবোর্ডের বাটন চাপা খুবই সহজ।
      ময়দানে কাজ করার বিষয়টা সবার জানা। তো ময়দানে যান, দয়া করে।
      কামিয়াবী হাসিল করুন।
      • Like
      • Reply
      • 27w
      • Edited
  • শাহাদাত সাদমান
    ভাবার বিষয়..
    1
    • Like
    • Reply
    • 27w
    Rakib Hasan replied
     
    1 Reply
  • Imam Hossain Rakib
    অথচ এরকম লোককেই এদেশে খুব ভালো বলে প্রচার করা হয়। অামাদের মিডিয়ায় সেকুলার কালচারের প্রভাব বেশি।
    2
    • Like
    • Reply
    • 27w
    • Edited
    Imam Hossain Rakib replied
     
    2 Replies
  • Gp Ismail
    মহান রাব্বুল আলামিন তাকে জাহান্নাম বাসী করুক।।
    2
    • Like
    • Reply
    • 27w
    Gp Ismail replied
     
    8 Replies
  • আতিফ আবু বকর
    আপনে কই৷ শোকের জিলাপি খাবান।
    1
    • Wow
    • Reply
    • 27w
  • Lily Farooque
    লেখাটা পরে পড়ব, আগে হতাহতের সংখ্যা হিসাব করি।
    অসহ্য লাগে ন্যাকামি দেখে।
    1
    • Sad
    • Reply
    • 27w
  • Abu Saed Al Rafi
    চিন্তার বিষয়।
    1
    • Like
    • Reply
    • 27w
    Rakib Hasan replied
     
    1 Reply
  • Abdur Raquib Yahyaa
    মন্দের বিনিময়ে ভালো ইসলামের তরিকা। জামায়েতে ইসলামীর উদারতা প্রকাশ পেয়েছে। বিবৃতিটি আগে পড়ুন দয়া করে।
    1
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      জামায়াত উদারতা দেখিয়েছে আর আমরা দেখিয়েছি কেনো উদারতা দেখানোর প্রয়োজন ছিলোনা।
      এখানে আর তেমন কিছুই নেই। জামায়াত আরও উদার হলেও আমার সমস্যা নেই।
      আর বিবৃতির ব্যাপারে লেখায় মন্তব্য করেছি।
      • Like
      • Reply
      • 27w
    • রাহমান বিপ্লব
      Rakib Hasan কিছু উদারতায় ওমরের বাধা ছিলো, আল্লাহর ওহী ছিলো।
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      রাহমান বিপ্লব প্রকাশ্য ইসলাম বিরোধীদের ব্যাপারে উদারতা প্রদর্শন কুরআনে নিষেধ আছে।
      1
      • Like
      • Reply
      • 27w
    • রাহমান বিপ্লব
      Rakib Hasan ওমরের বাধা সত্তেও উদার রাসুল সা রওনা হয়েছিলেন। আল্লাহ ওমরের পক্ষে রায় দিলে তিনি থেমে যান।
      1
      • Like
      • Reply
      • 27w
    • MD Rezaul
      Rakib Hasan জালিমের প্রতি মজলুমের উদারতার মত প্রহসন আর কিছু হতে পারেনা।
      1
      • Like
      • Reply
      • 27w
  • May be an image of 1 person, standing and text that says '07:44 facebook ঢাকার আজিমপুর কবর স্থানের মেয়র হানিফ মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে প্রখ্যাত ও প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক, লেখক, গবেষণক, সুচিন্তক সুনাগরিক জনাব সৈয়দ আবুল মকসুদ সাহেবকে। জনাব সৈয়দ আবুল মকসুদ সাহেবের ছেলে মি: সৈয়দ নাসিফ মকসুদ গণমাধ্যমকে বলেছেন যে "আজিমপুর মেয়র হানিফ মসজিদের পাশে বাবাকে সমাহিত করা হয়েছে, ওখানে আমার দাদারও কবর ছিলবাবা প্রায়ই এখানে আসতেন দাদার কবর জিয়ারত করতে। পরিবারের সবার সম্মতিতেই এখানে বাবার কবর দেওয়া হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।" Saif Uddin and 9 others Like 2Coments Comment Share'
    • Like
    • Reply
    • 27w
    Md Mojahidul Islam replied
     
    1 Reply
  • H M Taimur Khan
    শোক বানীর পেছনে হয়তো কোন কারন থাকতে পারে,,আই মিন হয়তো তার শেষটা আগের চেয়েও কিছুটা ভাল ছিল।।যেমন হয়তো দায়িত্বশীল কারো সাথে পজিটিব ছিল।(এটা আমার চিন্তা) আর তাছাড়া শোক প্রকাশ কে আমি খারাপ কিছু বলে দেখছিনা।। আমি তখন এটাকে খারাপ বলে দেখবো যখন দেখবো দায়িত্বশ… 
    See More
    1
    • Like
    • Reply
    • 27w
  • এস এম ফাহাদ হোসাইন
    অতি উদারতাও,,,,,,,, 🤕
    • Like
    • Reply
    • 27w
    Rakib Hasan replied
     
    1 Reply
  • Md Rezaul Ahad
    আপনার আমার চেয়ে উনারা ভাল বুঝেন।
    • Like
    • Reply
    • 27w
    Rakib Hasan replied
     
    1 Reply
  • Latifur Rahman
    এখানের রেফারেন্সগুলো বেশ পুরানো। উনার সর্বশেষ চিন্তাভাবনা কেমন ছিল?
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      উনার আগের চিন্তা ও শেষের চিন্তার মাঝে কোনো ফারাক নেই, অর্থাৎ তিনি তার অবস্থান পরিবর্তন করেননি। যদি সেরকম কোনো পরিবর্তন হতো তাহলে তিনি তার নমুনা দেখাতেন আমরাও দেখতে পেতাম।
      • Like
      • Reply
      • 27w
    • Latifur Rahman
      Rakib Hasan এটা নিশ্চিত হওয়া দরকার। পাশাপাশি জামায়াত কেনো শোকবাণী দিয়েছে সেটাও জানা দরকার। কিন্তু এ ধরণের পোস্ট সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। সংগঠনের একজন হয়ে কেউ তা করতে পারে না।
      2
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Latifur Rahman আমি আবুল মকসুদের ব্যাপারে নিশ্চিত হয়েই পোস্ট দিয়েছি, এবং সংগঠন কেনো শোকবানী দিয়েছেন তারও একটু ইঙ্গিত দিয়েছি।
      কোনটা শৃঙ্খলার তা আমার জানা আছে এবং সংগঠনের একজন হয়ে কী কী করা যাবেনা তাও জানি।
      1
      • Like
      • Reply
      • 27w
      • Edited
  • Abubakar Siddique
    দেখা যাচ্ছে আমরা মানুষের অন্তরের খবরও রাখি। উনি জামায়াত বিরোধীতার কারনে জাহান্নামে যাবেন না। ইসলাম বিরোধী হয়েও মৃত্যুর আগে তওবা করে গেলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। অপনি কিভাবে নিশ্চিত হলেন যে,মৃত্যুর আগে উনার কোন পরিবর্তন হয়নি৷? তাকে আল্লাহ ক্ষমা কর… 
    See More
    4
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      অতি উদার মনোভাব যদি কাউকে অবুঝ বানিয়ে দেয়, তাহলে এমন উদারতার কী দরকার!
      দেখুন, 'আমি তার অন্তরের খবর জানি এবং তিনি জাহান্নামে যাবেন' এমনতো কিছু বলিনি, তাহলে এই তোহমত দিয়ে ফায়দা কী?
      মানুষ মানুষকে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, সেই মূলয়ন কারো হৃদয় খুঁড়ে দেখে করতে বলা হয়নি, বরং তার কথা কাজ দেখেই তাকে মূল্যায়ন করতে হয়। তিনি যা করেছেন এবং যা বলেছেন তা দিয়েই আমি সহ সকল কমনসেন্সওয়ালা মানুষ তাকে ইসলাম বিদ্ধেষী হিসেবে মূল্যায়ন করেছে।
      কিন্তু একথা বলিনি তিনি জাহান্নামী কিংবা জান্নাতি। তাহলে অযথা এই আলাপ আনলেন কোন দুঃখে!
      মানুষ যেকোনো সময় ইমান আনতে পারে, তাই বলে কোনো কাফির মুশরিক মারা গেলেও তার পূর্বের বিশ্বাস ও কর্মের আলোকে তাকে পরিচয় করিয়ে দেয়া যাবেনা, এমন তো নয়।
      আপনার জানা উচিত, যার পক্ষাবলম্বন করে কথা বলতেছেন, তিনি শুধু জামায়াত নেতৃবৃন্দকে জবাই করার জন্য আন্দোলন করেননি, তিনি স্বয়ং ইসলামেরও বিরুদ্ধের লোক ছিলেন। তিনি লম্পট, ডাকাত, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদ খোর, নারী বা মদ ব্যবসায়ীর চাইতেও বেশি নিকৃষ্ট।
      এবার আল্লাহ তাকে জান্নাত দিক বা জাহান্নাম দিক তাতে আমার কী!
      2
      • Like
      • Reply
      • 27w
      • Edited
    • Md Belal Hossain
      Abubakar Siddique জনাব, আবুল মকসুদ মৃত্যুর আগে বিশ্বাসীদের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন তার একটা প্রমাণও কী আছে? যদি থাকে, তাহলে মিয়া গোলাম পরওয়ারের শোক বাণী যথার্থ বলে মনে করা যায়। অন্যথায়, আমরা নেতাদের অন্ধ অনুসারী হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই!
      • Like
      • Reply
      • 27w
      • Edited
    • Abubakar Siddique
      Md Belal Hossain ইতিবাচক ছিল না তার প্রমান থাকলে পেশ করতে পারেন, যেহেতু তাকে জাহান্নামের সনদ দিতে চান।
      2
      • Like
      • Reply
      • 27w
    • Abdullah Farhan
      Abubakar Siddique এখানে কে তাকে জাহান্নামের সনদ দিতে চাইছে? যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে আপনি সবাইকে অপবাদ দিয়েছেন।
      1
      • Like
      • Reply
      • 27w
    • Md Belal Hossain
      Abubakar Siddique প্রিয় ভাই, সৈয়দ আবুল মকসুদ একজন চিন্তাশীল ব্যক্তিত্ব ছিলেন তাতে আমার কোনো সন্দেহ। বিদ্বেষবশত আমি আবুল মকসুদের যোগ্যতা আড়াল করতে পারি না। কিন্তু বিশ্বাসীদের পক্ষে তার অবস্থা কোনোভাবেই ইতিবাচক ছিল না তার প্রমাণ পোস্টেই দেওয়া হয়েছে। এখন বিশ্বাসীদের পক্ষে ইতিবাচক ছিল এমন তথ্য তো আপনি দিবেন যার জন্য অপেক্ষায় রয়েছি।আবুল মকসুদকে তো জাহান্নামের পাঠাবার কথা কেউ বলেছে এমন কোনো উক্তি দেখছি না। তো আপনি বার বার একই কথা কেন টেনে আনছেন।আপনাকে বুঝতে হবে যে,, আমরা নেতার অন্ধ অনুসারী নই, যতক্ষণ না পর্যন্ত তিনি কুরআনের মধ্যে থাকেন। আর সংশোধনকারীর কোনো ধ্বংস নেই।
      • Like
      • Reply
      • 27w
      • Edited
    • Dire Wolf
      manush ta to morei gase vai.tare nia ato kotha bole kno nek bah faida konotai hobe nh.ki drkr kharap valo kotha bolar, Rabbul Alamin take khoma kire dik,amin
      2
      • Like
      • Reply
      • 27w
    • AbūSamīhah Sirājul-Islām
      Abubakar Siddique পোস্টকারিতো আবুল মক্সুদকে জাহান্নামী বলেন নাই। আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন কেন?
      কিন্তু আবুল মক্সুদের সারা জীবনের সাধনা ছিল মুসলমানদেরকে বাঙালী বানানোর।
      3
      • Like
      • Reply
      • 27w
  • Rezaul Islam
    জামায়াত এখন আর ইসলামের জন্য রাজনীতি করেনা। রাজনীতির জন্য ইসলাম ব্যবহার করে।
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      Rezaul Islam অযথা মিথ্যাচার করে ফায়দা কী? জামায়াত অবশ্যই ইসলামের জন্য ইসলাম কায়েমের জন্য রাজনীতি করে। হয়তো
      সবার মতো তাদেরও মানবিক দূর্বলতা ও বুঝ বা ইনফরমেশনের ঘাটতির কারণে কিছু ভুল হয়। কিন্তু এখনো তারা তাদের লক্ষ্যে অনড় ও অটল আছেন।
      কেউই ভুলের উর্ধে নয়, এবং কারো মাঝে ভুল ফেলেই তিনি খারাপ হয়ে যান না।
      1
      • Like
      • Reply
      • 27w
    • Zahidur Rahman Nahid
      Rezaul Islam মিথ্যাচার/অত্যাচার করে যত জামাত ইসলাম এর লোক কে মারা হয়েছে তার কথা বাদই দিলাম কিন্তু এরপরেও শুধু ইসলামিক দেশ প্রতিষ্ঠার জন্য আজও তাদের চেষ্টা বিদ্যমান।। ইদুরের মতো বেছে থেকে ইসলাম কায়েম হয়না ভাই।। দ্বীন কায়েমের দিকে চলতে হলে আপনাদের এই অপবাদগুলা শুনতেই হবে।। তাতে আমরা হোঁচট খাবোনা ইনশাআল্লাহ
      1
      • Like
      • Reply
      • 27w
    • Rezaul Islam
      Rakib Hasan, আমার মন্তব্য ভুল হলে ভালো।
      1
      • Like
      • Reply
      • 27w
    • Rezaul Islam
      Zahid Feni, আমার মন্তব্য ভুল হলে ভালো।
      • Like
      • Reply
      • 27w
  • Jayed Jasim
    এই সব শয়তানের মৃত্যু তে আপনি শোক প্রকাশ করতে পারেন বাট তার নাজাত কামনা না করলেও পারেন। এই ভেবে শোক প্রকাশ করা যায় যে বেচারা গোমরাহির মধ্য থেকে মারা গেল....
    1
    • Like
    • Reply
    • 27w
    Rakib Hasan replied
     
    1 Reply
  • Mohiuddin Amini
    ভাই,আল্লাহ আপনার ক্বলমে ও ক্বলবে বরকত দান করুন৷
    1
    • Love
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      আমিন৷ জাযাকাল্লাহু খাইরান।
      • Like
      • Reply
      • 27w
  • Md Mahi
    আমি সবসময়ই ভাবতাম এই শয়তানগুলো কবে মরবে!
    1
    • Wow
    • Reply
    • 27w
  • মাওলানা কাজী জালাল উদ্দীন
    জনাব রেজাউল ইসলামের মন্তব্যটি অনেকটা ইসলামবিদ্বেষীদের মতই হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এদেশে জামাতে ইসলামী একমাত্র দল যাদেরকে পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন বলা যায়। অবশ্যই তা বুঝার জন্য যথেষ্ট পরিমাণে কোরআন ও সুন্নাহর জ্ঞান থাকতে হবে।
    1
    • Like
    • Reply
    • 26w
  • MD Belal Hossain
    খুব কষ্ট পেয়েছি সেদিন
    1
    • Sad