Friday, January 15, 2021

ভুল এবং ট্রল


কোনো একজন বিদগ্ধ আলেম কথার ফাঁকে দু'একটা ভুল বা বেফাঁস কথা বলে ফেলেছে, তাতে আপনারা তাকে নিয়ে ট্রল থেকে শুরু করে তুচ্ছতাচ্ছিল্য, হাসাহাসি এর কোনোটাই বাদ দেননি। 
আবার, আপনাদের পছন্দের কোনো মডারেট শায়েখ বা স্কলারের কোনো বিভ্রান্তি ছড়ানো নিয়ে কড়া করে কথা বললে, আপনি তখন বলতে শুরু করেন, 
"একজন আলেমকে এভাবে বলা উচিত নয়, একজন মানুষের সব গ্রহণ করতে হবে কেনো, বাংগালী মুলুকের ধর্মান্ধরা কী এদের মতো শায়েখের বুঝ ধরতে পারবে....!" 
আসলে এসব ভাইয়েরা, বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিকে যতটা আলিংগন করতে পারে, ভুল বলা ব্যক্তিকে ততটাও ছাড় দিতে জানেনা। 
আমি মনে করি, একজন মুমিন আলেম-উলামা সহ কোনো মানুষকে নিয়ে ট্রল, হেয়, তুচ্ছতাচ্ছিল্য বা হাসাহাসি করতে পারেনা, এবং এটা নিকৃষ্ট ও নীচ লোকের কাজ। 
20.June.21
ট্রলবাজ লোকটি আজ আপনার অপছন্দের মানুষের বিরুদ্ধে ট্রল করছে আর আপনি 'সহমত ভাইয়া' বলে 'লাভ,কেয়ার রিয়েক্ট' দিয়ে তাকে উৎসাহ দিচ্ছেন, হয়তো দেখা যাবে এই লোকটাই আগামীকাল আপনাকে নিয়ে বা আপনার প্রিয়জনকে নিয়ে ট্রল শুরু করে দিয়েছে।
বেয়াদবকে শত্রুর বিরুদ্ধেও বেয়াদবি করতে দিবেন না, বেয়াদবিতে অভ্যস্ত হলে আগামিতে আপনার সাথেও বেয়াদবি করতে দ্বিধা করবেনা।

Suraia Akhter Tumpa, Sorol Kotha and 69 others
6 Comments
Like
Comment
Share

6 Comments

  • Abdullah Al Mamun
    যে যাই বলুক আমি ওনার একনিষ্ঠ ভক্ত। ওনার জাগতিক জ্ঞানের বিষয়ে গ্যাপ থাকতেই পারে। কিন্তু কুরআন এবং হাদিসের ওপর ওনার অগাধ জ্ঞান রয়েছে। মানুষকে নিয়ে টিটকারি করা খুবই সহজ। আর ফেসবুকে তো কথাই নেই। ঠিকমতো কুরআন পড়তে পারে না অথচ আজ এই আলেম, কাল অন্য আরেক জন … 
    See More
    1
    • Like
    • Reply
    • 32w
    • Edited
    • Rakib Hasan
      আমি আপনার সাথে একমত। কাউকে নিয়েই ট্রল করা উচিত নয়। স্ট্রিকলি ভুল বা বিভ্রান্তি নিয়ে আলোচনা করা যেতে পারে, অন্য মুসলমান ভাইকে সতর্কও করা যেতে পারে।
      ট্রলবাজেরা কোনো পক্ষ্যেরই কল্যাণকামী নয়।
      1
      • Like
      • Reply
      • 32w
  • Sorol Kotha
    ২০০% একমত
    1
    • Love
    • Reply
    • 32w
  • Md Mahi
    Right
    1
    • Love
    • Reply
    • 32w
  • Sumiya Diba
    নিজের পছন্দের হোক বা অপছন্দের হোক যে কারো ভুল হতে পারে এটা মেনে নিতে হবে ! কোন মানুষকে ভুলের উর্ধ্বে মনে করা অথবা সে ভুল করলেও ভুল সংশোধনের চেষ্টা না করে তাকে ভালো প্রমানের চেষ্টা করা এটা কি ইসলাম সমর্থন করে ???
    • Like
    • Reply
    • 32w
    • Rakib Hasan
      ভুলকে ভুল প্রমাণ করে দেওয়ার পর তা অবশ্যই মেনে নিতে হবে কিংবা সে বিষয়ে কথা বলা বন্ধ করতে হবে।
      কিন্তু ভুলকে শুদ্ধ মনে করা যেমন অন্যায়, তার চাইতে বেশি অন্যায় হলো, ভুল ধররে গিয়ে ফেতনা ছড়িয়ে দেয় কিংবা ভুল ধরার নামে কারো ইজ্জতে আঘাত হানা।