Saturday, July 9, 2022

জামায়াতের নির্বাচনী রাজনীতি: ৩০০ আসনে ইলেকশনের পরিণতি

জামায়াত ৩০০ আসনে ইলেকশন করবে কিনা জানিনা। কিন্তু এবার ৩০০ আসনে ইলেকশন করলে ৯৬ এর মতো ৩টি নয় অন্তত একটি হলেও বেশি আসন পাবে, দেইখেন! 

তবে, ৯৬ এর মতোই ২০০+ আসনে এবারও জামানত হারাতে পারে। ৯৬ তে যেমন প্রায় ৫০+ আসনে ’জামায়াত বিএনপি' একে অপরকে হারিয়ে আওয়ামিলীগকে জয়ী করে দিয়েছিলো, এবারও সেটার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেখ হাসিনার সাথে যুগপৎ আন্দোলনের বদৌলতে জাতী ১৮ আসনকে ৩৬ বানায়নি বরং ৬ গুন কমিয়ে দিয়েছে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্য জাতী যে ১৮ টা আসন দিয়েছিলো জাতী ৫ বছর ধরে আল্লাহর আইন কায়েমের ব্যাপারে পেরেশানিও লক্ষ্য করে ৯৬ তে তার জবাব দিয়েছিলো। 

জেনে রাখা ভালো, ৯৬ এর ইলেকশন ১৪/১৮ এর মতো রাতের নির্বাচন ছিলোনা বরং বলা যায় সেটি ছিলো স্বাধীন বাংলাদেশের অন্যতম ফেয়ার ইলেকশন।

ইলেকশন করে দু'চারটা আসন দিয়ে কী হবে জানিনা। তবে এটা জানি যে, ভোট করতে গিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বহু লোকের রক্ত ঝরবে জীবন যাবে, বহু লোক পংগু হবে, আবার অনেকে মামলা খেয়ে বাড়িঘর ছাড়া হবে, এবং অগণিত টাকা পানিতে ঢালা হবে, একইসাথে অসংখ্য পাড়াপ্রতিবেশিকে শত্রু বানানো হবে।।

আমারা গায়ে পড়ে কেনো অগণিত মানুষের শত্রু হতে যাবো! এই শত্রুতা ও রক্ত দান যদি ক্ষমতায় যাওয়ার সিড়ি হতো তাহলেও মানা যেতো।

কিন্তু যেখানে নিজেদের ক্ষমতায় যাওয়া ও না যাওয়ার কোনো ইস্যু নেই সেখানে কেনো দুইটা দলের মাঝখানে ঢুকে নিজে চ্যাপ্টা হবো এবং সাথে বহু মুমিম নরনারীকে চ্যাপ্টা বানাবো! 

কেনো!!!

যদি দাবী করি মক্কী যুগে বাস করি, তাহলে কোনভাবেই পাওয়ারকে চ্যালেঞ্জ করার অধিকার রাখিনা, কেননা মক্কী যুগ পাওয়ারকে চ্যালেঞ্জ করার শিক্ষা দেয়না।। 

আমার কথা সোজা! 

আগে দাওয়াতে ইলাল্লাহর কাজ বাড়িয়ে শক্তি অর্জন করুন, তারপর যখন সময় সুযোগ আসবে, তখন জনগণের মাথায় হাত বুলিয়ে 'ক্ষমতা' আহরণ সম্ভব হলে তাই করুন, আর নাহয় জনগণের গাড়ে বন্দুক রেখে 'ক্ষমতা' কেড়ে নেওয়া সম্ভব হলেও তাই করুন।

#নির্বাচন #রাজনীতি

https://mzamin.com/news.php?news=5823