Thursday, January 21, 2021

ইসলামী শিক্ষা নাকি সেক্যুলার শিক্ষা বেছে নিবেন?

আপনার সন্তানকে সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানে না দিয়ে, দ্বীনি প্রতিষ্ঠান তথা মাদ্রাসায় পাঠান, সেখানে তারা ঈমান আকিদা সহ মানব জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি দিক ও বিভাগের ব্যাপারে ইসলামের আবেদন সম্পর্কে জানবে, সে আলোকে দ্বীনি চেতনা নির্মাণ হবে।  

সন্তান আপনার নিকট বিশেষ আমানত, সুতরাং আমানতের যথাযথ হক্ক আদায় না করলে আল্লাহর সামনে জবাব দিতে হবে।

নিজের অর্থনৈতিক সিক্যুরিটির জন্য সন্তানের পরকালকে হুমকিতে ফেলে দিয়েন না। বাবা হয়ে সন্তানকে আগুনে নিক্ষেপ করার মতো নিষ্ঠুর কাজ করিয়েন না। 

  • Abdulla Al Zabayer
    একমত হতে পারলাম না
    আপনার কথা মতে আমার বাবা আমাদের ৭ভাই বোনকে সেকুলারিজম স্কুলে পড়াইছে কোন মাদ্রাসায় দেয় নি তার মানে কি আমরা দ্বীনদার হই নি এটা কেমন ভাষা ছিল। কার সাথে কি মিশালেন মাদ্রায় গেলেই যদি দ্বীনদার হতো তাহলে ত যে নেতা শিরক করছে তাকে প্রকাশ্যে সমর্থন দিত না  নেক কার বান্দা দের বিনা অপরাধ এ ফাসি দিচ্ছে সেখানে আপনার তথাকথিত মাদ্রাসার দ্বীনদার এমন কিছু লেখিয়েন না যেখানে ইচ্ছা কিত বির্তকের জন্ম দেয়
    2
    • Haha
    • Reply
    • 31w
    • Rakib Hasan
      মি. পারফেক্ট বেকার ও আমার ভাই সাহেব, আপনার সন্মানিত বাবা নিঃসন্দেহে আপনাদেরকে সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। যেখানে ইমান, আকিদা, আল্লাহ্‌ , আল্লাহর রাসূল, তাওহীদ রিসালাত আখিরাত ও জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আবেদন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়না, এমন শিক্ষার এগিনেস্টেই এই শিক্ষা ব্যবস্থা।
      আপনার নয়, সবার বাবাদের উচিৎ তার সন্তানকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, নতুবা সন্তানকে দ্বীনহীন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার কারণে সন্তান যদি ইসলামের সঠিক ম্যাসেজ না পায় কিংবা ভুল মেসেজ পায়, তাহলে তার দায়ভার পিতার ঘাড়েও আসবে।
      আপনি আপনার ভাইদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে না দিয়ে কী ইসলাম শেখাতে পেরেছে, তারা কী প্র্যাক্টিসিং মুসলিম, ইসলামের হালাল হারাম মেনে চলে বা জানে, তারা কী ইসলামী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত? যদি কারো ক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে ইসলাম মুক্ত শিক্ষা ব্যবস্থার প্রভাব যদি থাকে, তাহলে বাবা কোনোভাবে দায় এড়াতে পারবেনা।
      আমাদের নেতাদের সন্তানদের ইসলামী আন্দোলনে খুঁজে না পাওয়ার বড়ো কারণ তাদের সন্তানদের তারা দ্বীন শেখানোর জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়নি। যার কাছে ইসলামের বেসিক নেই, তার কাছে ইসলামী আন্দোলন গুরুত্ব পাওয়া কঠিন।
      3
      • Like
      • Reply
      • 31w
    • Rakib Hasan
      মি. পারফেক্ট বেকার আপনার বাবা হয়তো এতো কিছু চিন্তা করেননি।
      কিন্তু আপনার উচিৎ হবে পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো কিংবা পাঠাতে উদ্ভুদ্ধ করা
      1
      • Like
      • Reply
      • 31w
    • Abdulla Al Zabayer
      Rakib Hasan চিন্তা করব🥰🥰সংগঠন এর বাইরে সিদ্ধান্ত নয়😁😁ইনশাআল্লাহ
      1
      • Like
      • Reply
      • 31w
  • Abdur Rahim
    মাদ্রাসায় পড়লে কি সবাই দ্বীনি শিক্ষা পায়?
    আর সেক্যুলার প্রতিষ্ঠানে পড়লে কি দ্বীন থেকে খারিজ হয়ে যায়?
    3
    • Like
    • Reply
    • 31w
    • Rakib Hasan
      জ্বি, মাদ্রাসায় দ্বীন শেখানো হয় দ্বীন প্র্যাক্টিস করানো হয়, সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীন, শরীয়ত, আল্লাহর ভয়, হালাল-হারাম শেখানো হয় না।
      দ্বীন থেকে খারিজ হওয়ার আলাপ তো আমি আনিনি আপনি আনলেন কেনো!!
      2
      • Like
      • Reply
      • 31w
      • Edited
    • Abdur Rahim
      আপনি যেভাবে বললেন পরকাল হুমকিতে ফেলে দিয়েন না সেইজন্যই বললাম!
      দ্বীনি প্রতিষ্ঠানে পড়ে যে অন্যায় করতেছে সেই কিভাবে জান্নাতে যাবে?
      2
      • Like
      • Reply
      • 31w
    • Rakib Hasan
      Abdur Rahim জান্নাত জাহান্নামের আলোচনা তো করিনি ভাইজান
      • Like
      • Reply
      • 31w
    • Abdur Rahim
      Rakib Hasan পরকাল হুমকি মানে কি জাহান্নাম নয়?
      • Like
      • Reply
      • 31w
    • Rakib Hasan
      Abdur Rahim হুমকি মানে আশংকা। কেউ যদি স্কুল কলেজে পড়ার কারণে ইসলাম শিখতে না পারে কিংবা ইসলামের ব্যাপারে ফলস ইনফরমেশন পায়, এবং সে যেহেতু ইসলাম জানতে পারেনি সো মানার আলাপ আনাই বৃথা। আর, ইসলাম না মানলে বা ইসলামের ব্যাপারে ভুল আকিদা পোষণ করলে তো পরকাল হুমকির মধ্যে পড়বেই, জান্নাত থেকে মাহরুমও হতে পারে।
    • Saleh Din
      আপনার কথার কি সত্যতা আছে। যেখানে মাদ্রাসা পড়ুয়ারা স্কুল কলেজে চলে আসছে সেখানে এটা বলেন কি করে।
      মাদ্রাসা গুলোতে কিতাব আছে এলেম নেই।
      • Like
      • Reply
      • 31w
      • Rakib Hasan
        কথা নিখাদ সত্য, মন চাইলে মাদ্রাসার বারান্দায় ঘুরে আসতে পারেন৷ মাদ্রাসায় কিতাব এলেম সবি আছে।
        মাদ্রাসা ছেড়ে স্কুল কলেজে ইসলাম শিখতে যায়না, দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে যায়।
        নিশ্চয়, আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে ইসলাম শিখতে পাঠাননি।
        • Like
        • Reply
        • 31w
      • Rakib Hasan
        ইসলাম কী স্কুল কলেজে শেখায়? আপনার সন্তানকে স্কুল কলেজে ইসলাম শিখতে পাঠিয়েছেন?
        • Like

      G Mustapha
      মাদরাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ব্যবস্থা আছে? এগুলো ছাড়া কি দুনিয়া চলা সম্ভব?
      দ্বীন এবং দুনিয়া যেদিন এক হয়ে যাবে সেই দিন মাদরাসা শিক্ষা ফলপ্রসূ হবে।
      4
      • Like
      • Reply
      • 31w
      • Rakib Hasan
        মাদ্রাসায় পড়ার পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার হন। কিন্তু দুটো একসাথে না পারলে দ্বীনি শিক্ষা বেছে নিন, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুনিয়া থেমে থাকবেনা।
        দুনিয়ার সাফল্যের চাইতে আখিরাতের সাফল্য বেশি গুরুত্বপূর্ণ।

      • ইকবাল এইচ বাবলু
        ভাই মাদ্রাসার ছাত্ররা এখন আর আগের মত নাই,
        2
        • Like
        • Reply
        • 31w
        • Rakib Hasan
          ইকবাল এইচ বাবলু কোনো কিছুই তো আগের মতো নেই। তাই বলে মাদ্রাসার শিক্ষাব্যাবস্থার চাইতে স্কুলে বেশি ইসলাম শিক্ষা দেওয়া শুরু করছে তা কিন্তু নয়।
          মাদ্রাসার ছাত্ররা পরিবেশের কারণে নষ্ট হয় কিন্তু শিক্ষাব্যবস্থার কারণে নয়। একজন বুদ্ধিমানের উচিৎ, অপেক্ষাকৃত ভালো এবং পরকালের জন্য যেটা কল্যাণকর হওয়ার সম্ভাব্যতা আছে সেটা বেছে নেওয়া।
          6
          • Like
          • Reply
          • 31w
      • Md Mahi
        ১০০০% সহমত।
        2
        • Love
        • Reply
        • 31w
        • Rakib Hasan
          Md Mahi জাজাকাল্লাহ। অনেকে মাদ্রাসার পড়া লোকজনের খারাপির উদাহরণ দিয়ে বুঝায় মাদ্রাসাও ভালো কিছুনা। অথচ, ইসলামপন্থীদের অনেকে নষ্টামিতে দুনিয়া সেরা, তাই বলে আমরা কাউকে বলিনা তোমরা আওয়ামীলীগ বিএনপির মতো ইসলামহীন দল করো।
          আমরা সিলেবাস না দেখে ব্যক্তি দেখি, এটা ইনসাফ নয়।
          1
          • Like
          • Reply
          • 31w
        • Md Mahi
          সোজাকথা ধর্ম বাদ দিয়ে শান্তি খোঁজ করা আধুনিক রামছাগল ছাড়া আরকিছুনা! মাদরাসায় সর্বমোট .1%ও নষ্ট নেই বিশ্বাস করি, যা আধুনিক জানোয়ারেরা বিশাল করে দেখায়! অথচ ধর্মহীন শিক্ষার প্রায় পুরোটাই কুশিক্ষা !!!
          2
          • Love
          • Reply
          • 31w
        • Rakib Hasan
          আপনি ঠিক ধরেছেন ভাই
          • Like
          • Reply
          • 31w
        • Imam Hossain Rakib
          Md Mahi একটু অাবেগী হয়ে গেছেন! মাদ্রাসা এখন অার অাগের মত নাই।
          • Like
          • Reply
          • 31w
        • Md Mahi
          Imam এখানে প্রতিষ্ঠান আর কোয়ালিটির কথা বলা হয়নি! শিক্ষা কি আছে আর কি শিখতে পারবে স্কুল কলেজের তুলনায় সেটা বলা হয়েছে! সুসন্তান গড়ার ক্ষেত্রে মাদরাসার ভূমিকা বেশি সেটা বলেছি। আপনি যে দৃষ্টিকোন বুঝাইছেন সেটাতেও একমত!
          1
          • Like
          • Reply
          • 31w



      • মাওলানা কাজী জালাল উদ্দীন
        স্কুল কলেজে পড়াশোনা করে অথবা কোন ইসলামী সংগঠনের সাথে থেকে ইসলাম শিখা আর মাদ্রাসায় গিয়ে ইসলাম শিক্ষার ব্যবধানটা বুঝতে হবে। মাদ্রাসায়
        4
        • Love
        • Reply
        • 31w
        Hide 16 Replies
        • Rakib Hasan
          মাওলানা কাজী জালাল উদ্দীন ভাই আপনার মতো এতো সুন্দর ভারসাম্য বুঝ ওয়ালা মানুষ খুব কমই পাওয়া যায়।
          1
          • Like
          • Reply
          • 31w
          • Edited
        • Imam Hossain Rakib
          মাওলানা কাজী জালাল উদ্দীন অামলটাই মুখ্য। অামল ছাড়া এলেম অপূর্ণ।
          • Like
          • Reply
          • 31w
        • Rakib Hasan
          Imam Hossain Rakib এলেম ছাড়া আমল অসম্ভব, বিশ্বাস হয় ত্রুটিপূর্ণ।
          • Like
          • Reply
          • 31w
        • Imam Hossain Rakib
          Rakib Hasan অামরা যতটুকু জানি ম্যাক্সামাম ততটুকুই মানিনা। এলেম অার অামল দুটোই চালিয়ে যেতে হয়। তোমার মূল কথাটা অাত্মঘাতী। তোমাদের সংগঠনের অনেক নেতা-কর্মী যারা মাদ্রাসায় পড়েনি কিন্তু এলেম-অামল দুটোতেই অগ্রসর। মাদ্রাসার সিস্টেমে দ্বীন বুঝতে প্লাস কিন্তু তারমানে এই নয় যারা মাদ্রাসায় পড়েনা তারা দ্বীন ভালো বুঝবেনা। তুমি নিজে মাদ্রাসায় পড়ে দ্বীন কতটুকু শিখছো অার নিজ উদ্যোগে+ তোমার সংগঠন থেকে কতটুকু শিখছো তা তুলনা করে দেখো। অারেকটা কথা মাদ্রাসা পড়া লোকরাই দ্বীনের অপব্যাখা বেশি দেয়।
          • Like
          • Reply
          • 31w
        • Rakib Hasan
          মাদ্রাসা আমাকে বেসিক নির্মাণ করে দিয়েছে, সংগঠনে এসে তার উপর প্রাসাদ নির্মাণ করেছি। এবং মাদ্রাসা শিক্ষাটাই আমাকে ইসলামী আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।
          যার ইসলামের ইমান আকিদার বেসিক ঠিক নাই তার কাছে ইসলামি আইনের আলাপ তোলা তো অসম্ভব বিষয়। কিন্তু মাদ্রাসায় পড়ুয়া ছেলের কাছে ইসলামী আইন কোনো অপরিচিত বিষয় না।
          আইন ঘরে বসেও শেখা যায়, তাই বলে কেউ আইন শিখতে বই কিনে ঘরে বসে পড়া শুরু করেনা, বরং 'আইন সাব্জেক্টে' পড়তে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েই শিখতে যায়।
          • Like
          • Reply
          • 31w
        • Imam Hossain Rakib
          Rakib Hasan শিক্ষকটাই মূল। প্রতিষ্ঠান সবসময়। প্লাস পয়েন্ট। দ্বীন শিখতে হলে অালেমের তত্ত্বাবধানই যথেষ্ট। তোমাদের সংগঠনের অনেক দায়িত্বশীল কখনো মাদ্রাসায়ই পড়েননি তাই বলে কি তাদের এলেম অপূর্ণ বা অামলে রুখসানিয়াত অাছে এটা বলা যাবে?
          • Like
          • Reply
          • 31w
        • Rakib Hasan
          দায়িত্বশীলদের মধ্যে যারা দ্বীনি প্রতিষ্ঠানে পড়েনি, বেসিক মাদ্রাসায় নয় তাদের বেশিরভাগেরই ইসলামী জ্ঞানে যথেষ্ট অপূর্ণতা আছে। তাদের মধ্যে কেউ কেউ আছে যাদের যথেষ্ট আন্তরিকতা ও পরিশ্রমের কারণে তারা ভালোভাবে ইসলামী জ্ঞান অর্জন করতে পেরেছে, তবে এই সংখ্যা নগন্য।
          • Like
          • Reply
          • 31w
        • Imam Hossain Rakib
          Rakib HasanRakib Hasan তাহলে এমন লোকদেরকে কেন নেতা নির্বাচন করা হয়?
          • Like
          • Reply
          • 31w
        • Rakib Hasan
          আমি জানিনা।
          তবে এখানে, আপেক্ষিকতার সুত্রের ব্যবহার হয়।
          • Like
          • Reply
          • 31w
        • Imam Hossain Rakib
          Rakib Hasan এটা জানা উচিৎ।
          • Like
          • Reply
          • 31w
        • Rakib Hasan
          এই বিষয় জানার আলাপ ভিন্ন।
          তয় তারা মাদ্রাসা শিক্ষার এগিনেস্টে যুক্তি হতে পারেনা।
          ইসলামী শিক্ষা থাকতে ইসলামহীন শিক্ষায় সন্তানকে শিক্ষিত করা, আমানতের খেয়ানত। যাদের সন্তান স্কুলে দেওয়ার কারণে বিপথগামী হয়েছে, তাদের পাপের একটা অংশ তাদের পিতার ঘাড়ে আসবেই। পরকালের বিপরীতে দুনিয়াকে প্রাধান্য দিলে তার জন্য পরকালে কোনো অংশ থাকবেনা।
          এটা আমার শেষ কথা।