Monday, February 1, 2021

আমাদের উচিত যার যতটুকু ভুল বা অপরাধ ঠিক ততটুকু নিন্দা বা প্রতিবাদ জানানো।

 আমাদের উচিত যার যতটুকু ভুল বা অপরাধ ঠিক ততটুকু নিন্দা বা প্রতিবাদ জানানো।

এক্ষেত্রে "লঘু পাপে গুরু দন্ড" দিয়ে অপরাধীকে মজলুমের কাতারে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেক্ষেত্রে সজাগ না থাকলে জালিম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

তবে, এটা একটা সাধারণ আলাপ তবে বিশেষ অবস্থা বা তারবিয়াতের উদ্দেশে কিংবা ভবিষ্যতের বড়ো ভুলের আশংকা থাকলে চাপ প্রয়োগের নিয়তে এর ব্যাতিক্রম এটেম নেওয়ার সুযোগ আছে বলে মনে করি।
কিন্তু সমস্যা হয় প্রতিবাদে ক্ষেত্রে নিজের রাগ-ক্ষোভ ও ব্যক্তি পছন্দ অপছন্দ যখন প্রতিবাদের সময় প্রভাবকের ভূমিকা পালন করে তখনই প্রতিবাদকারী বা ভিক্টিম জালিম রূপে হাজির হয়।
এর মানে প্রতিবাদ বা দাওয়াহ চেষ্টা ছেড়ে দিতে হবে তা নয় বরং ভুল দাওয়া বা প্রতিবাদ যেনো আপনাকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছি।
রাসূল সাঃ যেমন জালিমের বিরুদ্ধে জিহাদে যেতে উদ্ভুদ্ধ করতেন, ঠিক তেমনই জিহাদের ময়দানে পাঠানোর পূর্বে মুজাহিদদের সাবধান করতেন যেনো, জিহাদে গিয়ে সীমালঙ্ঘন করে নারী, শিশু, বৃদ্ধ, নিরস্ত্রকে হত্যা না করে এবং ফসল, ঘরবাড়ির ক্ষতি না করে।
আল্লাহ আমাদের সদা আদল ও ইহসানের উপর থাকতে নির্দেশ দিয়েছেন,
وَأَقْسِطُوٓا۟ۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ
সুবিচার কায়েম করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। [49:9]