Sunday, January 24, 2021

হদ কায়েম করা ফরজ

'হদ' কায়েম করা ফরজ, বিরোধিতা করা কুফুরি, যে কুফুরি আমাদের পছন্দের পশ্চিমা অনেক স্কলাররা করে থাকে।

হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ فَقَدْ ضَادَّ اللَّهَ-
আমি রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট শুনেছি। তিনি বলেন, "যে ব্যক্তির সুপারিশ আল্লাহ তা'য়ালার আইনসমূহের মধ্যে কোন আইন জারী করার বিষয়ে বাধা হয়ে যায় সে আল্লাহ তা'য়ালার সাথে মোকাবিলা করল।"
(আবু দাউদ হা: ৩৫৯৭; মুসনাদে আহমদ হা: ৫৩৬২)

[হদ্‌: ফৌজদারি অপরাধের জন্য ইসলাম কর্তৃক নির্ধারিত শাস্তির বিধান]

  • Suraia Akhter Tumpa, Saifullah Mohammad Tufayal and 58 others
Like
Comment
Share

Mohammad Saifullah
হদ কখন কায়েম করতে হয়, আর কখন স্থগিত করতে হয় তা জানা জরুরি। পশ্চিমা স্কলারদের জন্য হদ প্যারাডাইমটাই এখানে অপ্রাসঙ্গিক (এ শব্দটা দ্বারা মিন করেছি সেখানে কোথাও হদ কায়েমের পরিস্থিতি নেই)। কিন্তু তাও তাদেরকে সমস্যায় ফেলার জন্য এই প্রশ্নগুলো করা হয়। তাই তারা অস্পষ্ট উত্তর দেন। কারণ, বাঙ্গালীর মতো এতো জযবা তাদের নেই। কারণ, তারা জানেন তাদের বক্তব্যে উম্মাহর ওপর নির্যাতন নেমে আসতে পারে, উম্মাহ হ্যারাসমেন্টের শিকার হতে পারে।

2
Like
 · Reply · 31w · Edited
Rakib Hasan
Mohammad Saifullah
হদ কখন কায়েম করতে হবে আর কখন কোন হদ স্থগিত করতে হবে সেই আলোচনা এক জিনিস, আর হদ কায়েমের বিরোধিতা আরেক জিনিস, এর পার্থক্য ধরতে পারা উচিত।
কেউ তাদেরকে পশ্চিমের দারুল কুফরে হদ কায়েমে জন্য বলেনা, কিন্তু তারা যখন মুসলিম দুনিয়ায় কায়েম থাকা হদকে স্থগিত করতে বলে, এবং হদ কায়েমের বিষয়টাকে তুড়ি মেরে উড়িয়ে দেন তখনই সমস্যা দেখা দেয়।
তাদেরকে ইসলামী রাস্ট্র বা হদ নিয়ে প্রশ্ন করলেই তাদেরকে পরিকল্পিতভাবে সমস্যার ফেলার জন্য প্রশ্ন করা হয়েছে মনে করাটাও একটা সমস্যা। তাছাড়া যে উদ্দেশ্যেই প্রশ্ন করা হোকনা কেনো, টেক্সট ও কনটেক্সটের আলোকে জবাব দেওয়াই নৈতিকতা, অস্পষ্ট বা ধোঁয়াসে জবাব দেওয়া কোনো ধরনের নৈতিকতার পর্যায় পড়েনা।
বাংগালীদের জজবা দোষের কিছুনা, তাদের জজবাকে তুচ্ছতাচ্ছিল্য করা দোষের। তাদের জজবার কারণেই দুনিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার ইসলাম যথেষ্ট পরিশুদ্ধ, তাদের জজবার কারণেই সেক্যুলাররা এখান থেকে ইসলামকে বিদায় করে দিতে পারেনি।

3
Like
 · Reply · 31w · Edited

Rakib Hasan
Mohammad Saifullah খুলাফায়ে রাশেদিনের আমলে কোনো 'হদ' পূর্ণাঙ্গভাবে রদ হয়নি।
হদ কখন কায়েম করতে হয় আর কখন কোন পার্সপেক্টিভে কতটুকু স্থগিত করতে হবে তা জানা যেমন জরুরী, তেমনিভাবে হদ কায়েম করা যে ফরজ তাও জানা জরুরি।