Tuesday, January 5, 2021

বাড়াবাড়ি ছাড়াছাড়ি

ইসলাম কায়েমে আল্লাহ ও তার রাসূলের চাইতে বেশি দরদী হতে গিয়ে কেউ হয় 'উগ্রবাদী' বা 'খারেজি' আবার কেউ হয় 'লিবারেল'।

ইসলাম ছাড় দিক বা না দিক খারেজিরা কোনো প্রকার ছাড় দিবেনা, ইসলামে নিষিদ্ধ খুনাখুনি দিয়ে হলেও ইসলাম কায়েম করতেই হবে৷

আবার, লিবারেলরা হালাল-হারাম বা নিষিদ্ধ বিষয়ের তোয়াক্কা না করে হিকমতের দোহাই দিয়ে ইচ্ছেমতো ছাড় দিয়ে হলেও ইসলাম কায়েম করতে চায়।

আসলে ইমান হাইজ্যাককারি উভয় দলই নফসের পূজারি। এরা না ইসলাম না উম্মাহর কল্যাণকামী। এদের এড়িয়ে চলুন। এদের ছায়াও মাড়াবেন না।

একই বিষয়ে ভিন্ন সময়ে করা আরেকটি মন্তব্যঃ

 ইসলাম কায়েমের ব্যপারে আল্লাহর চাইতেও বেশি দরদী লোকগুলো খুব ডেঞ্জারাস হয়! 

এরা ইসলাম কায়েমের নাম করে সব রকমের ভণ্ডামো,  নষ্টামো ও দ্বীনের স্বার্থের অজুহাতে জাহেলি কাজকারবারকেও জায়েজ করে নিতে পারে। 

এই দরদী পার্টির মধ্যে আরেক ফির্কা আছে যারা, দ্বীন বিজয়ের জন্য সব রকম রক্তারক্তি, নরহত্যা ও ফেতনা-ফাসাদ জায়েজ করে নেয়।

এই দরদী পার্টির এক গ্রুপ লিবারেল বা সেক্যুলামিস্ট হিসেবে পরিচিত, আরেক গ্রুপ খারেজি বা জংগী হিসেবে পরিচিত। 

এই দরদী পার্টির ব্যাপারে সজাগ থেকে, তাদেরকে পরিশুদ্ধ করতে হবে, নাহয় তাদের চিন্তার কদর্যতা থেকে নিজেকে পরিশুদ্ধ রাখতে হবে।

#দরদী_পার্টি

  Tumpa, Jabed Hosen Miji and 69 others
7 Comments
Like
Comment
Share

7 Comments

  • Saifullah Mohammad Tufayal
    সবাইকে আবার মাওলানার আল জিহাদ পড়তে হবে।
    একবার রাসুল সা. সাধারণদের মাঝে বন্টন করছিলেন।একজনকে বেশি দিলেন।পাশে থাকা এক ব্যক্তি রাসুল সা. কে বলছে হে নবী মাপে কম দিবেন না।রাসুল বললেন,তুমি দ্বীনের অংশ না,বাহিরের। রাসুল থেকে ইসলাম বেশি বুঝলে,আমিরুল মুমিনিন আলী থেকে ইসলাম বেশি বুঝলে খারিজি হতে হয়।
    5
    • Love
    • Reply
    • 34w
    • Edited
    • Rakib Hasan
      নিজের খেয়াল খুশিমতো বেশি বুঝলেও ক্ষতি কম বুঝলেও ক্ষতি।
      ইসলামকে ইসলামের মতো করেই বুঝতে হয়, এবং সেই বুঝের কাছে নিজের বুঝকে সঁপে দিতে হয়, তাহলেই মুসলিম হওয়া যায়।
      মুমিনের কাজ এ নয় যে, সে কারো হৃদয় চিরে ইমান তালাশ করবে, ব্যক্তির কাজ দিয়েই ব্যক্তিকে বিচার করা, ইসলামের রীতি।
      আপনার উল্লেখ করা ঘটনার মতো করে আরও কয়েকটা ঘটনা আছে।
      1
      • Like
      • Reply
      • 34w
      • Edited
    • Saifullah Mohammad Tufayal
      Rakib Hasan আবু হুরায়রা [রা.] থেকে বর্ণিত. রাসুল [সা.] বলেছেন, যতক্ষণ আমি তোমাদের কাছে কোন কিছু প্রকাশ করিনি, সে বিষয়ে আমাকে প্রশ্ন করোনা।কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতগণ প্রশ্নের কারণে এবং তাদের নবী রাসুলগণের সঙ্গে মতবিরোধের কারণে ধ্বংষপ্রাপ্ত হয়েছে।সুতরাং আমি যখন কোন বিষয়ের নির্দেশ দেই,তোমরা যথাসাধ্য টা গ্রহণ কর এবং যে বিষয় থেকে আমি তোমাদের নিষেধ করি,তা থেকে বিরত থাকো।
      আর একটি হাদীস পড়ি।
      আবু হুরায়রা [রা.] থেকে বর্ণিত।রাসুল [সা.] বলেছেন,যে বিষয়ে আমি তোমাদের নির্দেষ দিয়েছি,তা তোমরা গ্রহণ করো।আর যে বিষয়ে আমি তোমাদের নিষেধ করেছি তা থেকে নবিরত থাকো।
      সুনান ইবনে মাজাহ/১ম খন্ড/ইফা