Monday, February 22, 2021

সবাইকে 'হাওয়া' দান

 এই প্লানেটে এমন কিছু প্রিয় শায়েখ আছেন, যারা সবাইকেই 'হাওয়া' দেন, সবাইকেই উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে পাশে থাকেন। হোক তারা মিলিট্যান্ট নারীবাদী কিংবা মাদখালী কিংবা সেক্যুলামিস্ট কিংবা লিবারেল কিংবা মর্ডানিস্ট, অথবা ইসলামী সংস্কৃতিতে বাদ্য-বাজনা আর নারী ঢুকিয়ে ইসলামী সংস্কৃতির বারোটা বাজানো আর্টিস্ট, এমনকী এসবের বিপরীত ইসলামী আন্দোলনের পরিশুদ্ধ নেতাকর্মীর জন্যও রয়েছে অনুরূপ বাহবা ও অনুপ্রেরণা।

তাই উনাদের কোনো শত্রু নেই সবাই বন্ধু, কারণ উনারা কাউকে কারো জাহেলিয়াতের ব্যাপারে সতর্ক কিংবা নিন্দা করেননা, শুধু হালালের দাওয়াত দেন, হারামের ব্যাপারে চুপ থাকেন। অনেক সময় দ্বীনের প্রয়োজনে হারাম কাজ ও চিন্তাকে ছেড়ে দেন, চুপেচাপে কাজ চালিয়ে যেতেও বলেন।
ফলে এসব শায়েখদের আস্কারা ও অনুপ্রেরণা পেয়ে নারীবাদী মিলিট্যান্ট আরো বড়ো মনস্টারে পরিণত হয়, সেক্যুলামিস্ট ভাইটি সেক্যুলারিজমকে ইসলামের পোশাক পরাতে আরও বেশি সাহস ও দলিল পায়, ইসলামী সংস্কৃতির বারোটা বাজানো ভাইটি শায়েখের উৎসাহের দলিল পেয়ে বাকি সবাইকে নস্যি ভাবতে শুরু করে। এই যে এতোগুলা রোগাক্রান্ত আত্মার লোকদের চিকিৎসা না করে, তেতো হালুয়া না খাইয়ে, উত্তম উপদেশের মাধ্যমে ভুল পথ ছেড়ে দিতে না বলে, তাদেরকে রোগের উপর অটল থাকতে সাহস জুগিয়েছেন, এ ব্যাপারে কী ভয় লাগেনা? ভয় লাগা উচিত এবং বাস্তবতা উপলব্ধি করা দরকার।
আমি বুঝতে পারি প্রিয় শায়েখদের আসল ভয় হলো কমিউনিটি ভাংগা বা হারানোর ভয়, কিন্তু এমন ভয় থাকা উচিৎ নয়, এটা শায়েখি চরিত্রের জন্য বড্ড বেমানান।
আপনাকে হালালের কথা বলার সাথে সাথে হারামের বা হারামের পথ উন্মুক্ত হওয়ার আশংকা থাকে এমন বিষয়েও সতর্ক করতে হবে।
আপনি শুধু বাশির (সুসংবাদ দাতা) হলে, নাজির (দুঃসংবাদ দাতা) হবে কে?
জাগতিক সম্পর্ক নষ্ট হওয়ার ভয় আর কমিউনিটি হারানোর ভয় তো আল্লাহর জ্ঞানী বান্দারা করতে পারেনা।
أَتَخْشَوْنَهُمْۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ
তোমরা কি তাদেরকে ভয় কর? আল্লাহ্‌কে ভয় করাই তোমাদের পক্ষে বেশী সমীচীন যদি তোমরা মুমিন হও। (At-Taubah 9:13)

tikul Islam Liman, Saifullah Mohammad Tufayal and 61 others
49 Comments
Like
Comment
Share

49 Comments

  • রাহমান বিপ্লব
    মিউজিক এবং ইকবাল ভাইয়ের ইস্যুতে প্রচুর লিখেছি। সংকট উভয় দিকে আছে। আমাদের পরহেজগার অংশের সমালোচনা এবং মানবিকতা সেই মাত্রায় প্রশ্নবিদ্ধ। ইখতেলাফকে ইখতেলাফের যায়গায় রাখতে আমরা চরম ভাবে ব্যর্থ। ফলে, কেউ মাইনর মত দেখিয়ে সেই দিকে চলতে চাইলে আমরা তা মাইনোর হিসেবে চিহ্নিত না করে বরং সেটাকে 'মত' হিসবে টোটালিই অস্বীকার করি। এই বেইনসাফ পরবর্তীতে ব্যক্তি কেন্দ্রিক মারাত্বক বেইনসাফে পরিচালিত করে।
    ঠিক এমন এক পরিস্থিতিতে ইকবাল ভাইদের প্রাথমিক অবস্থানকে একটি 'মাইনোর মত' এবং তার প্রতি উগ্রতা প্রদর্শনের বিরোধিতাই ছিলো আমার সেই অবস্থানের প্রেক্ষাপট।
    2
    • Like
    • Reply
    • 27w
    • Edited
    • Rakib Hasan
      রাহমান বিপ্লব আপনি জানেন তখন আমি মিউজিকের কট্টর বিরোধী ছিলাম না। কিন্তু এখন আমি মিউজিকের বিরোধী, আমি দেখেছি যতজন ইসলামিক গানে মিউজিক ঢুকিয়েছে ততজনই নারী ঢুকিয়েছে। এবং মিউজিক ব্যবহার করে ইসলামী গানে আধ্যাত্মিক আবেদনকে ধংস করে দিয়ে মৃত হার্ট তৈরির রাস্তা করেছে।
      তাছাড়া, আপনি খেয়াল করে দেখবেন, মিউজিকের পথ ধরে তারা নানান হারামকে তাদের আয়োজনে যুক্ত করেছে, এবং তারা ইসলামী আন্দোলনের জন্য গান করা প্রায় ছেড়েই দিয়েছেন, অনেকে ইসলামী আন্দোলনই ছেড়ে দিয়েছেন।
      তাছাড়া এখানে আমি মিউজিকের ইংগিত শুধু দেইনি, অন্যযেগুলোর কথা বলেছি সেগুলোতেও তারা শায়েখদের কাছে পেয়েছেন।
      3
      • Like
      • Reply
      • 27w
    • রাহমান বিপ্লব
      বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি সমস্যা আছে।
      1
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Hafeez Uddin Nayem স্কলারের দলিল গ্রাউন্ড স্কলার নয়।
      • Like
      • Reply
      • 27w
    • রাহমান বিপ্লব
      Hafeez Uddin Nayem এই যে একটা দূর্নীতিগ্রস্থ বক্তব্য দিলেন। এটাই সমস্যা। সবাইকে নিজের বুঝমত সাইজ করতে চাওয়া থেকেই সমস্যা তৈরি হয়।
      • Like
      • Reply
      • 27w
  • রেদওয়ান রাওয়াহা
    কাল আমি মিষ্টভাষি সেই শায়খের কমেন্ট দেখলাম। হয়েছি হতোবাক!!
    1
    • Wow
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      আমি কম হতবাক হয়েছি। কারণ আমি জানি শায়েখ এমনই।
      এজন্য তিনি সকলের প্রিয়, সকলের দলিল।
      1
      • Like
      • Reply
      • 27w
    • Gulam Sarwar Chuwdhury
      ওনি তো ভালই বলেছেন দেখলাম! পাবলিক কমেন্টে বেশি কিছু বলা যায় নাহ। নসিহা পারসোনালি দেয়ায়ই ভাল।
      1
      • Like
      • Reply
      • 27w
      • Edited
  • Tareq Mahmud
    এইদিকে মাঝে মাঝে শাইখের বেশে থাকা আমি ভয়ে আছি। লোকজন আমারে কোন দলে মনে করে তা নিয়ে।
    4
    • Haha
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      আগে কন আপনারে কোন্দলে মনে করলে খুশী হইবেন?
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Hafeez Uddin Nayem আমিও তো নুর ভাইয়ের দলে, আপনাকেও সেই দলের দাওয়াত!
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Hafeez Uddin Nayem
      নারীবাদী বই লিখলেই হবেনা, একইসাথে আপনাকে প্রচন্ড বিতর্কিত কিংবা আলোচিত হতে হবে। বিজনেস পলিসি বলে একটা কথা আছে না!
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Tareq Mahmud শায়েখ ভাই অভিযোগ কী হাচানি?
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Hafeez Uddin Nayem কইতারিনা চলবে কিনা, তবে চলবে আশাকরি
      • Like
      • Reply
      • 27w
    • Tareq Mahmud
      আমার চিন্তাধারা গত শতাব্দীর আলেমদের দ্বারা প্রভাবিত। যাদের আমি সবচেয়ে পছন্দ করি তারা হলেন- মুহাম্মদ আবদুহু, রশিদ রেদা, মাহমুদ শালতুত প্রমূখ। আরেকটু বিশদ বলতে গেলে আমি ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমের চিন্তাধারাকে ওউন করি। আর সমকালে ড. মুহাম্মদ ইমারা, ড. কারযাভী আমার পছন্দের। তাদের চিন্তার সাথে আমার চিন্তা মিলে যায়। এখন আপনারা পাক-ভারত বিভাজন করতে গিয়ে কোন পাশে ফেলবেন সেটাতো আপনাদের ব্যাপার।
      1
      • Love
      • Reply
      • 27w
    • Atikul Islam Liman
      Tareq Mahmud সফটকোর ফেমিনিস্ট। বিয়ার আগে পরে এরম থাকে মানুষজন একটুআধটু।
      1
      • Wow
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Atikul Islam Liman আপনি কবে হচ্ছেন তাহলে?
      • Like
      • Reply
      • 27w
    • Tareq Mahmud
      Hafeez Uddin Nayem আপনার সেন্টিমেন্ট দেখে উপলুদ্ধ হচ্ছে কারযাভীকে সরাসরি পড়েননি।
      • Like
      • Reply
      • 27w
  • Abm Jobaer
    সবাই আহমাদুল্লাহ নিয়ে পঞ্চমুখ। এরকম প্রশ্নে উনার হেকমত এর ভাব মারানি জবাব অশালীন ঠেকেছে। বেশিরভাগ দায়ী বয়স চল্লিশ পেরোয়নি।
    3
    • Like
    • Reply
    • 27w
    • Tareq Mahmud
      আপনাদের দু'জনকে আব্দুল ফাত্তাহ মুরুর সাথে পরিচয় করাতে হবে দেখছি।
      2
      • Haha
      • Reply
      • 27w
    • May be an image of 2 people and text that says 'TheNewArab Home News In-depth Comment Homepage News Former Islamist leader scandalizes Tunisia by dancing with scantily-clad scantily actress at party Society Blog The New Arab Staff Former Islamist leader scandalizes Tunisia by dancing with scantily-clad actress at party The photo of Mourou dancing with Ben Moulehem shocked Tunisia Twitter Date of publication: 17 February, 2021'
      1
      • Like
      • Reply
      • 27w
    • Former Islamist leader scandalizes Tunisia by dancing with scantily-clad actress at party
      ENGLISH.ALARABY.CO.UK
      Former Islamist leader scandalizes Tunisia by dancing with scantily-clad actress at party
      Former Islamist leader scandalizes Tunisia by dancing with scantily-clad actress at party
      1
      • Like
      • Reply
      • Remove Preview
      • 27w
    • Rakib Hasan
      Hafeez Uddin Nayem ফাতওয়ায়ে হাফেজিয়া😆
      • Like
      • Reply
      • 27w
    • Abm Jobaer
      হিজাব /মাস্ক করে সব করা যায় এটা নারীবাদী নেত্রী মিয়া খলিফা বলেছেন।
      1
      • Haha
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      Hafeez Uddin Nayem একদিন এ নিয়ে একটা ছোট্ট লেখা দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
      তবে আপনাকে আমরা শায়েখের বেশে দেখতে চাই
      • Like
      • Reply
      • 27w
  • Noor Hossain
    আমিও চিনি, আপনি সাহস করলেন, আমি সাহস পাইনি, ভাবছি কিভাবে পোস্ট দিব। ভয়ে আছি।
    1
    • Love
    • Reply
    • 27w
    Rakib Hasan replied
     
    1 Reply
  • MD Tofael Hossain
    আমাদের শিবিরের এবারের সদস্য সম্মেলনের থিম সংয়ের কোরিওগ্রাফিক এবং ভিডিও ধারণ কিন্ত তাহাদের কাছ থেকেই নেয়া। তাহারা কিন্তু আপনাগো দেখে মিট মিট করে মুচকি হাসে আর বলে তোমরা নজুফজুরা যতই চেচামেচি কর উপরে আমগো দিকে!! আর একখান কথা কই ইহাদের ডালপালা অনেক বেড়ে ঠাকুরগাঁওয়ের বিখ্যাত আম গাছের মতো হইতেছে।
    1
    • Sad
    • Reply
    • 27w
    • Edited
    • Rakib Hasan
      হ্যাঁ শিবিরের থিম সং এ শিবিরকেই খুঁজে পেলাম না। এবং এই গান দিয়ে কী বুঝিয়েছে তাই বুঝতে পারিনি।
      একটা দুষ্ট মডারেট লোকের উপর পুরো কাজের হাল ছেড়ে দিতে পেরেছে কীভাবে আমার বুঝে আসেনি, নেতারা কী তার স্ক্রিপ্ট ভালো করে পড়ারও সুযোগ পানিনি?
      এলান ওয়াকারকে কপি করবে ভালো কথা কিন্তু কোনো না কোনোভাবে শিবিরকে তো সরাসরি রিপ্রেজেন্ট করাতে হবে, এই কথা যদি নেতারাই ভুলে যান তো বাকিদের কী হবে!
      ডিরেক্টর হাল বান্না যেমন মডারেট সেক্যুলামিস্ট ঠিক থিম সংও তার চিন্তার মত করেই হয়েছে।
      1
      • Like
      • Reply
      • 27w
    • MD Tofael Hossain
      Rakib Hasan বান্নারা ধর্মীয় শৃঙ্খলার পাশাপাশি সামাজিক শৃঙ্খলাটাকেও ধ্বংস করার জন্য সদা তৎপর। এদের বিরুদ্ধে এখনি যৌক্তিক প্রতিবাদ গড়ে তোলা উচিত।
      2
      • Like
      • Reply
      • 27w
    • Rakib Hasan
      MD Tofael Hossain নিঃসন্দেহে এদের হাত থেকে আমাদের ভাইবোনদের রক্ষা করতে হবে
      • Like
      • Reply
      • 27w
    • MD Tofael Hossain
      Rakib Hasan তিনি আজকে ডেলিভারি দিয়েছেন মিম্বারে মহিলাদেরকে নিয়ে ঈমামরা নাকি নারীবিদ্বেষী কথা বলে। মহিলারা নাকি মসজিদে গেলে ঈমামরা এমন কথা বলতে পারবেনা। যদি বলে তাহলে ঈমামকে প্রশ্ন করবে, পর্দা নিয়ে যেমন কঠোর কথা বলেন সুদ নিয়ে কেন তেমন কথা বলেননা!! আচ্ছা মহিলারা ঐসময়ে ঈমামকে কিভাবে প্রশ্ন করবে!!? আমি সাক্ষী, তিনি যেভাবে বলছেন ঈমামরা কোনদিন মহিলাদের কটাক্ষ করে বলেনি। বলেছিলামনা এদের ডালপালা অনেক বিস্তারিত হয়েছে।!!
    Noor Hossain
    আমিও চিনি, আপনি সাহস করলেন, আমি সাহস পাইনি, ভাবছি কিভাবে পোস্ট দিব। ভয়ে আছি।
    1
    • Love
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      ভাই এছাড়া উপায় ছিলোনা। সেলিব্রিটিজম ও কমিউনিটি মেন্টেইন করতে গিয়ে ইনারা মানুষদের ভুল সংশোধনের পথ পরিহার করেছে৷ অনেকক্ষেত্রে তাদেরকে উৎসাহ দিয়ে তাদের ভুল থেকে ফেরার পথ বন্ধ করে দেয়।