Tuesday, February 23, 2021

জামাতি


ফ্রম Mohammad Ishrak

১। বাচ্চা জামাতিঃ "সেক্টরভিত্তিক লোক তৈরীর মাধ্যমে ইসলাম কায়েম করব।"

সেক্টরভিত্তিক ধাড়ি জামাতিঃ "মুসলমানদের মধ্যেই সমস্যা।"
২। শিশু জামাতিঃ "আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমি ওদের যুক্তি দিয়েই ইসলামকে বিজয়ী করব।"
জোয়ান জামাতিঃ "ইসলামের নামে আসলে আমাদের যা শেখানো হয়েছে সব সঠিক না। একদম সরাসরি পশ্চিমা সবকিছুকেই খারিজ করে দেওয়াটা ঠিক হবে না। ওদের মধ্য থেকেও গ্রহণীয় অনেক কিছু আছে। মুসলমানদের মধ্যে আসলেও অনেক সমস্যা আছে। জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়ার জন্যই আজকে মুসলমানদের এই অবস্থা। মুসলমানদের চিন্তার সংস্কার প্রয়োজন।"
৩।বুইড়া জামাতিঃ "আমার ছেলে/মেয়ে হার্ভার্ডে যাবে। পিএইচডি করবে। পশ্চিমের দরজায় কড়া নাইড়া ইসলামকে বিজয়ী করবে। আমার সব দিয়া আমি আমাদের ছেলে/মেয়েকে সেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করুম।"
বুইড়া জামাতির আধুনিক শিক্ষিত ছেলে/মেয়েঃ "ইসলামপন্থীদের সংস্কার প্রয়োজন।"
[বিঃদ্রঃ- এ লেখাগুলো আমার নয়, ইশরাকের জামায়াত সিরিজ থেকে নেওয়া, তাকে যারা চিনেন তারা তার শব্দ চয়নে অবাক হওয়ার কথা না। তবে এখানে ভাবার কিছু উপাদান আছে বলেই শেয়ার দিলাম। যারা এই অবজারভেশনকে উড়িয়ে দিতে চান, দিতে পারেন।]
Sorol Kotha, Razib Ahmed and 81 others
98 Comments
5 Shares
Like
Comment
Share

98 Comments

  • মুহাম্মদ আবু সুফিয়ান
    কোনো জামাতি দেখি বাদ নাই। তই বহিষ্কৃত জামায়াতি কই?
    বহিষ্কৃত জামায়াতি : "জামায়াত জিগির না করলে আমার ভাত হজম হয় না, পেট কষা হয়, তাই এইডা নিয়া পইড়া থাকি।"
    23
    • Haha
    • Reply
    • 27w
    Hide 11 Replies

  • Jabed Hosen Miji
    বিপ্লবী হবে পাশের বাড়ির ছেলে ,আর আমার ছেলে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার ।।
    5
    • Sad
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      দিস ইজ কলড হিপোক্রেসি। সবার ক্ষেত্রে সমান বা একই ভাবনা ভাবা উচিৎ
      1
      • Like
      • Reply
      • 27w
    • Gulam Sarwar Chuwdhury
      জান্নাত পাশের বাড়ির ছেলেরই জুটবে আমার ভাগ্যে জুটবে নাহ!
      1
      • Like
      • Reply
      • 27w
    • Aljabir Alauddin
      Gulam Sarwar Chuwdhury জান্নাত জুটবে বা জুটবেনা এটা বলা যায় না!বর্তমান যারা সিনিয়র জামায়াতে ইসলামীর তারা বাস্তবতার সম্মুখী হয়েছে বলেই নিজের ছেলেদের ক্যারিয়ারকে আগে মূল্য দিচ্ছে! এটা দোষের কিছু না!
      1
      • Like
      • Reply
      • 27w
      • Edited
  • Saifullah Mohammad Tufayal
    হাহাহা ইশরাক..
    3
    • Haha
    • Reply
    • 27w
  • আতিফ আবু বকর
    তারটা হাওলাত করতে হবে কেন এতোটা দুর্বল হলেন ভাই!
    3
    • Like
    • Reply
    • 27w
    • Rakib Hasan
      তার ভাষা খারাপ, এবং সে এরোগেন্ট এটা কে না জানে, তবে সে যা বলেছে তাতো আসলেই আমাদের বাস্তব চিত্র।
      2
      • Like
      • Reply
      • 27w
    • Saifullah Mohammad Tufayal
      Rakib Hasan সে যা বলছে এগুলা একটাও কোনো সমস্যা না। এগুলা তো ঘটনায় ধারাবাহিকতায় হয়,কিন্তু মূলত যে কারণে এটা হয়ে থাকে সে এগুলা এড্রেস করতে ব্যর্থ।আমরাও ব্যর্থ।
      • Like
      • Reply
      • 27w
      • Edited
    • Rakib Hasan
      Saifullah Mohammad Tufayal আমাদের চিন্তাগত যে সমস্যা সে দেখিয়েছে তাতো অসত্য নয়, এবং দ্বিমত হওয়ারও কিছু দেখিনা। সে দাম্ভিক টাইপের বাজে বিহ্যাভিয়ারের এটা তো কারো অজানা নয়।