Friday, July 23, 2021

"জ্ঞানবিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণে মুসলমানদের পতন হলো"


"জ্ঞানবিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণে মুসলমানদের পতন হলো"
এই থিউরি ওরিয়েন্টালিস্ট ও ইসলামের শত্রুদের বানানো সর্বৈব মিথ্যা।
এবং এই ষড়যন্ত্রমূলক মিথ্যা থিউরিটি প্রচারের দায়িত্ব নিয়েছিলো সেক্যুলার ও হীনমন্য শিক্ষিত ইসলামিস্টরা (এরা পশ্চিমা কাফিরদের অতি মহান, অতি সভ্য ধরেই চিন্তা করতে শিখেছে)।
এই অতি ইসলাম দরদী কেউ যখন আমার সামনে এই থিউরি আওড়াইতো, তখন আমি ধরেই নিতাম এই লোক ইসলাম ও ইসলামের ইতিহাস সম্পর্কে অজ্ঞ কিংব তার চিন্তারা পশ্চিমা শেইপে আবদ্ধ।
এই লোকগুলো জানেনা, মুসলিম নয় কোনো অমুসলিম সভ্যতারও পতন জ্ঞানবিজ্ঞানে পিছিয়ে পড়ার কারণে হয়নি, আবার জ্ঞানবিজ্ঞান দিয়েও কেউ কোনো সভ্যতার মালিক হয়নি।
মুসলমানেরা যখন বিজয়ের শীর্ষে তথা একের পর এক জালিম ভূমির পতন করে ইসলামের পতাকা ওড়াচ্ছে তখন তাদের কাছে ইসলামের জ্ঞান ছাড়া তথাকথিত জ্ঞানবিজ্ঞানের তেমন কিছুই ছিলোনা, কিন্তু যাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিচ্ছিলো তখন তাদের জ্ঞানবিজ্ঞানের ভান্ডার ছিলো সমৃদ্ধির শিখরে (তবু তারা মুসলমানদের আক্রমণ থেকে জুলমাতে ঘেরা সাম্রাজ্য টেকাতে পারেনি)।
আবার দেখেন, মুসলমানেরা যখন জ্ঞানবিজ্ঞানের শীর্ষে তখনই তাদের উপর পতন, লাঞ্চনা এবং বেইজ্জতিরা চারদিক থেকে হামলে পড়েছিলো।
মুসলিম সভ্যতার কেন্দ্রভূমি ও জ্ঞানচর্চার রাজধানী বাগদাদের কথা চিন্তা করুন, গোবীর মরু থেকে উঠে আসা জ্ঞানবিজ্ঞান ও সভ্যতার আলোর কোনো স্পর্শ না পাওয়া হালাকু খানের হাতে কীভাবে পতন হতে হলো। সমরকন্দ বুখারার কথা নাইবা বললাম।
[আবার এমনটিও বলছিনা 'জ্ঞানবিজ্ঞান চর্চায় এগিয়ে থাকায় পতন হয়েছে' ]
তাহলে, ইসলামের শত্রুরা আমাদেরকে এই মিথ্যে ও বাস্তবতা বিবর্জিত পঁচা থিউরি কেনো গেলাতে চাচ্ছে?
কারণ খুব সোজা, মুসলমানেরা এই থিউরি যতদিন গিলে থাকবে ততদিন মুসলমানেরা তাদের ক্ষমতার জন্য থ্রেট হিসেবে থাকবেনা।
জিহাদের পথে থেকে মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে, শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়ার উপর পরকালকে প্রাধান্য দিয়ে মুসলমানেরা সংঘবদ্ধভাবে এগিয়ে গেলে তাদের হারানো গৌরব ও ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। এতে পশ্চিমারা ক্ষমতা হারাতে হতে পারে, সেজন্য মুসলমানদেরকে পশ্চিমাদের তৈরি তথাকথিত জ্ঞানবিজ্ঞান চর্চা আর বড়ো বড়ো ডিগ্রি অর্জনের জাগতিক প্রতিযোগিতার সুযোগ করে দিয়ে সেদিকে ব্যস্ত করে দিচ্ছে, যেনো মুসলমানেরা জিহাদের কঠিন পথে ফিরে এসে পশ্চিমা কাফিরদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে।
একথা প্রায় সকলেই জানি,
মুসলিম জাতী তার ক্ষমতা, ইজ্জত, আজাদী এসব হারিয়েছে ঈমান ইসলামের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে।
আবার হারানো ক্ষমতা ফিরে পেতে হলে তাদেরকে সেই ঈমান ইসলাম ও জিহাদের কঠিন পথেই ফিরে যেতে হবে। অর্থাৎ যেপথ ভুলে ক্ষমতা হারিয়েছেন আবার সেই পথেই ফিরে এসে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে।
অন্যথায় কাফিরদের গোলামী করে এবং অন্যদের সেই গোলামীর দিকে আহবান করতে করতেই জীবনের ওয়াক্ত খতম করে দেওয়া লাগবে।
এই জ্ঞানবিজ্ঞান নামক বস্তুবাদের গোলামীর দিকে যখন কোনো ইসলামিস্ট আহবান করে তখন তাকে ঘৃণা করা ছাড়া আর কিছুই করার থাকেনা।
এরা পশ্চিমা কাফিরদের থেকে জ্ঞানবিজ্ঞান শিখে বড় বড় সনদ অর্জন করে, এবং অবশেষে সেই অর্জিত জ্ঞানবিদ্যা কাফিরদের খিদমতে কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে জীবন পার করে দেয়।
এবং এরাই জায়গা বেজায়গায় গিয়ে চ্যাঁচ্যাঁতে চ্যাঁচ্যাঁতে বলে, "মুসলমানেরা জ্ঞানবিজ্ঞানে পিছিয়ে যাওয়ার কারণে, তাদের পতন হলো"
এরাই আপনাকে আমাকে 'গোলামীকে আজাদী' বলে পরিচয় করিয়ে দিচ্ছে।
এই যারা একমুখে ইসলামের কথা বলে, অন্যদিকে ইসলামহীন শিক্ষাব্যবস্থায় শিক্ষা লাভের জন্য দৌড়ঝাঁপ দেয়, এদেরকে মাওলানা মওদূদী হিপোক্রেট বলে আখ্যায়িত করেছেন।
বুঝা উচিত, একেকজনের ক্ষমতা আহরণের সিঁড়ি একেকটা। সেই সিঁড়ি কারো জন্য ঈমান ও জিহাদ ফি সাবিলিল্লাহ, আবার কারো জন্য শঠতা সহ ইসলাম নিষিদ্ধ ভিন্নকিছু....
(এই আলাপে প্রাথমিক প্রতিক্রিয়া)
Suraia Akhter Tumpa, Ali Ahmad Mabrur and 113 others
33 Comments
4 Shares
Like
Comment
Share

33 Comments

  • Rakib Hasan
    ধন্যবাদ ভাই। এই আলাপ নতুন করে সামনে আনার জন্য।
    মুসলমানেরা গোলামিরে আজাদী ভাবতে শুরু করেছে, এটা ভয়ংকর ব্যাপার, এই ভুল আস্তে আস্তে ভাংতে হবে।
    2
    • Like
    • Reply
    • 7w
  • Kh M Manzurul Mowla
    শেয়ার করতেই হবে, চিন্তার মিল পাইছি 
    👍
    1
    • Care
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      শুকরিয়া ভাইজান
      1
      • Like
      • Reply
      • 7w
  • Akram Uddin
    যাই হোক খুব ভালো লেগেছে এই আলাপ। যিনি এই আলাপ তুলেছেন তাঁকে স্যালুট।
    1
    • Like
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      হুম তাকে অনেক ধন্যবাদ
      • Like
      • Reply
      • 7w
  • Md Mostakim
    চমৎকার উপস্থাপন ভাই 
    💝
    1
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      ধন্যবাদ নেতা সাহেব
      ❤️
      1
      • Like
      • Reply
      • 7w
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      ধন্যবাদ ভাই
      • Like
      • Reply
      • 7w
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      শুকরিয়া ভাই
      • Like
      • Reply
      • 7w
  • Muhammad Yousuf
    Humm, এটাই সঠিক ইতিহাস, জাজাকাল্লাহ
    1
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      শুকরিয়া ভাইজান
      1
      • Like
      • Reply
      • 7w
  • Banya Hasan
    অপোজ করছি। হালাকু খান জ্ঞান বিজ্ঞান সভ্যতার আলোর স্পর্শ পাই নাই এটা ভুল। হালাকু খানদের যে মোংগল ধনুকের টেকনোলজি ছিলো সেটার উপর বেইজ করে recently A380 Airbus er skin design kora hoiche. বলছেন জ্ঞান বিজ্ঞান বাদ দিয়ে জিহাদের কথা। কিন্তু জিহাদ কখনো জ্ঞান বিজ্ঞান বাদ দিয়ে হয়না। নবীজী সা. এর সময়ে যেসব হাতিয়ার ব্যবহার করে সাহাবী রা যুদ্ধ করতো সেগুলো কোন একটা টেকনোলজি ইউজ করে বানানো হইছিলো। নবীজি সা. যে খন্দক খনন করেছিলেন সেটাও তো একটা জ্ঞানের বিষয়। পরবর্তীতে মুসলমানরা যুদ্ধে কামান ইউজ করে। সম্ভবত মুসলমানরাই প্রথম কামান আবিষ্কার করে। আবার তারিক বিন জিয়াদ যে সাগর পাড়ি দিয়ে স্পেন এ গেলেন উনার যদি ভুগোল এর জ্ঞান না থাকতো তাহলে দেখা যেতো উনি স্পেন এ যেতে গিয়ে ইন্ডিয়া চলে আইছেন
    🤪
    । আবার আপনি সায়েদ আবুল আলা মওদুদীর কথা বলেছেন। উনিও তো বালাকোটে মুসলমানদের পরাজয়ের একটা কারন হিসেবে বিজ্ঞানের জ্ঞানের অভাবের কথা বলেছেন। বিজ্ঞানের যত বড আবিষ্কার তার বেশিরভাগ ই যুদ্ধের জন্য। এমনকি কম্পিউটার, ইন্টারনেট এগুলো ও আবিস্কার হইছে যুদ্ধের জন্য। ইসলাম বিজ্ঞানকে কখনো অস্বীকার করেনা বরং উৎসাহিত করে।
    1
    • Like
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      জ্ঞানবিজ্ঞানকে বাদ দিতে বলিনি বরং এ জ্ঞানবিজ্ঞানকে বিজয়ের সিঁড়ি কিংবা পতনের কারণ মনে করার বিরোধিতা করছি।
      • Like
      • Reply
      • 7w
  • Banya Hasan
    না। পতনের কারন মানুষের নফস। ওখান থেকেই পতনটা শুরু হয়।
    1
    • Like
    • Reply
    • 7w
  • View 2 more replies
  • Abdulla Al Zabayer
    আংশিক সহমত হলাম গার্দাস
    😊😊
    পুরোপুরি নই
    😒😒
    ইমান কিংবা জিহাদ কি জিনিস জ্ঞান না থাকলে কেমনে বুজবেন বেইম
    🤔🤔
    1
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      জ্ঞানবিদ্যা চর্চা মানে ইসলামী জ্ঞান চর্চা বললেও কিছুটা মানা যায়।
      বাকি জাগতিক জ্ঞান চর্চা মানুষ তার প্রয়োজন সাপেক্ষে চর্চা করতেই পারে, তয় এসব বিজয় এনে দিবেনা এবং পরাজয়ও না।
      • Like
      • Reply
      • 7w
  • Abdulla Al Zabayer
    Rakib Hasan গার্দাস আপনার কাজ হচ্ছে চেস্টা করা
    🥰🥰
    বাকিটা আল্লাহ হাতে জয় পরাজয়
    🙂🙂
    • Like
    • Reply
    • 6w
  • Mawlana Ibrahim
    চমৎকার বিশ্লেষণ
    1
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      ধন্যবাদ ভাইজান
      • Like
      • Reply
      • 7w
    • Love
    • Reply
    • 7w
    • Rakib Hasan
      শুকরিয়া ভাই
      1
      • Like
      • Reply
      • 7w
  • Shakir Hasan
    ভাইসাব এইসব খন্ডিত আলাপ করে লাভ নাই। আপনি ঐ মতের বিরোধিতা করতে গিয়া আরেকটা বাইনারি তৈরি করতেছেন। এই বিষয় নিয়া যখন আলাপ করতে নামছেন তখন পুরো আলাপটা তোলা দরকার। হুদা জিহাদের উপর ভিত্তি করে ইসলামের প্রথম রাষ্ট্র মদিনাও তৈরি হয়নাই। উপরে অনেকে জ্ঞানের কথা বলছে। আমি ঐটা না বইলা বলবো ঈমান, দাওয়াত, জিহাদ, রাষ্ট্র-শাসনব্যবস্থা, অর্থনীতি, জ্ঞান-বিজ্ঞান (হয়তো আরো কিছু যুক্ত হবে) সবটাই জরুরী। পতনের কারণ সবকিছুর মধ্যেই আছে। সব জায়গা নিয়াই কাজ করতে হবে। আপনার কথার রেশ ধরলে মাওলানা মওদূদী সাহেবের মূল চিন্তারে উড়াইয়া দিতে হবে।
    1
    • Like
    • Reply
    • 7w
    • Edited
    • Rakib Hasan
      Shakir Hasan ভাইজান, এই আলাপ যদি ইতিহাসের প্রতিটি গলিতে ঘুরে ঘুরে করতে হয় তাহলে তো এই আলাপের ইতি টানা কঠিন হয়ে যাবে। আমি বুঝাতে চেয়েছি মুসলিম পতনের জন্য যে থিউরি আওড়ানো হয় এটা ভুল এবং পশ্চিমাদের বানানো থিউরি।
      এই থিউরি পশ্চিমাদের জয়ীর ইতিহাস দীর্ঘতর করবে একইসাথে মুসলমানদের গোলামীর ইতিহাসকেও দীর্ঘতর করবে, এবং তাই হচ্ছে।
      আমি ঈমান, ইসলাম, তাকওয়া, শাহাদাতের জজবা, দুনিয়ার উপর পরকালকে প্রাধান্য ও জিহাদ ফি সাবিলিল্লাহ সহ সবগুলোকে এনেছি আপনি শুধু জিহাদে রয়ে গেলেন।
      এবং মুসলমানেরা উপরের এসবে গাফিলতি শুরু করে দেওয়ার পর থেকেই পতন নেমে এসেছে, জ্ঞানবিজ্ঞানের কারণে নয়। কারণ পতনযুগে মুসলমানেরা জ্ঞানবিজ্ঞানের চূড়ায় ছিলো।
    • Abdul Wahab
      Rakib ভাই আমার যতটুকু বুঝে আসে শুরুটা হয় ঈমানের ক্ষয় দিয়ে আর শেষটা হয় জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া দিয়ে ৷ যার বাস্তব উদাহরণ অটোমান খিলাফত ...
      2
      • Like
      • Reply
      • 51w
      • Edited
  • Rakib Hasan
    Abdul Wahab ভাইজান, শুরু এবং শেষ দুটোই ঈমান দিয়ে হয়। কিন্তু সমস্যা হচ্ছে ঈমানের বাহ্যিক অবয়ব না থাকায় দেখা যায়না কিন্তু জ্ঞানবিজ্ঞানের অংশটা দেখা যায় বলে সবাই ঐ 'জ্ঞানবিজ্ঞান' বেচারাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়।
    • Like