Monday, August 23, 2021

আফগান মুজা-হিদদের বিজয়ে এদেশের গুটিকতেক ইসলামপন্থীদের মর্মপীড়া হচ্ছে

 


আ!ফ'গান নিয়ে এদেশের ইসলামপন্থী দল ও তাদের সমর্থকদের খায়েশ দেখে খুবই অবাক এবং হতাশ হলাম। দেখলাম অনেকে অনেক কিছুর আবদার করছে কিন্তু ইসলাম যেনো সেখানে কায়েম হয়, মানুষ যেনো মানুষের গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হয়ে আল্লাহর আইনের অধীন হতে পারে, এই চাওয়া চাইতে দেখলাম না কোনো দলের আমীর বা অন্য কাউকে। বরং পশ্চিম মিডিয়ায় প্রোফা'গান্ডায় একটা অংশকে বেশ তড়পাইতে দেখলাম। এবং কোনোভাবেই এদের জ্বলুনির উপশম হচ্ছেনা। যেনো এদেরকে কোনো এক বিষধর সাপে কেটেছে! তাহলে কথা হচ্ছে, আমাদের চাওয়ায় এতোকাল যে 'ইসলাম' ছিলো তা কী অন্যকোনো কিছুর দখলে চলে যাচ্ছে? (মোরাকাবা বা আত্ম-জিজ্ঞাসা করুন) দেখলাম কেউ চাচ্ছে, নতুন সরকারে যাতে সকল দল ও মতের লোকদের অংশগ্রহণ থাকে। আমি বুঝিনা এটা কেমন চাওয়া, যারা চায়না রাষ্ট্রে ইসলামী অনুশাসন কায়েম হোক বরং এর বিরোধিতাকারী বা বিভ্রান্ত আকিদার দল, তাদেরকে কোন নৈতিকতার উপর ভিত্তি করে ক্ষমতার অংশ ভাগ দিতে হবে! ক্ষমতার ভাগাভাগি কী খুবই তাৎপর্যপূর্ণ? 'সকল ইসলামী দলকে সাথে নিয়ে সরকার গঠন করুক' চাওয়াটা এভাবে হলেই মানা যেতো। আবার কেউ চাচ্ছে, আফগানে যেনো গণতান্ত্রিক সরকার কায়েম হয়, আফগানের যেনো জনগণের রায়ের সরকার কায়েম হয়। কেউ চাচ্ছে, জনগণের মতামতের ভিত্তিতে যেনো সেখানের শাসন ব্যবস্থা রূপরেখা নির্ধারণ হয়। (তাতে জনগণের রায় ইসলামী শাসনের পক্ষে গেলো না বিপক্ষে গেলো তা দেখার বিষয় নয়) কেউ চাচ্ছে আফগান যেনো উন্নতি ও সমৃদ্ধির শিখরে পৌঁছে যায়। কতজনের কতো চাওয়া, কিন্তু কারো ইসলাম চাওয়ার কোনো খবর নেই। এজন্যই রাসূল সাঃ এর হয়ে আল্লাহ বলেছেন, " যদি অধিকাংশ বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তাহলে তোমারাই কষ্টে পতিত হবে" (৪৯/০৭) আমি জানি ইসলামপন্থীদের এসব উদ্ভট খায়েশের কারণ কী। তারা গণতন্ত্র, জনমত,জনসমর্থনের পূজা করতে করতে প্রায় অন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাই তারা এসবের বাহিরে চিন্তাও করতে অক্ষম। পশ্চিমা বুদ্ধিবৃত্তির গোলামীর তীব্র প্রভাব তো আছেই। এদের নিকট গণতন্ত্র এখন আর টুলসে সীমাবদ্ধ নেই, রীতিমতো আকিদায় রূপান্তরিত হওয়ার পথে। এজন্য দ্বীন যাবে কী থাকবে সেটা মূখ্য বিষয় নয়, গণতন্ত্র ও তথাকথিত জনসমর্থন আর উন্নতির নামে ভোগ বিলাশী জীবনের কী বন্দোবস্ত হবে সেটাই আসল টেনশনের বিষয়। লক্ষ প্রাণের শাহা*দাত আর অগণিত মা বোনদের ইজ্জতের বিনিময়ে ইসলাম ও মানব সভ্যতার নি*কৃষ্ট দুশম*নদের বিরুদ্ধে বিজয়ী একটি শক্তিকে আমাদের এসব আলগা উপদেশের কোনো মূল্য নেই। তারচেয়ে ভালো আমরা কথিত 'সেক্টর ভিত্তিক লোক' তৈরি করতে থাকি! যেহেতু আমাদের চাওয়ায় আপাতত ইসলাম নেই বা থাকলেও গৌণ। আল্লাহ আমাদেরকে 'ইসলাম মূলে' ফিরে আসার ও বিজয়ের জন্য আল্লাহর নির্ধারিত কর্মসূচি বুঝার তাওফিক দান করুন। আমিন।

  • তালিবানের বিজয়ে আমার প্রকাশিত অনুভূতি
  • আল্লাহর নুসরাহ পাওয়ার শর্ত, শর্ত পূরণ অতঃপর বিজয়৷ আলহামদুলিল্লাহ।

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِن تَنصُرُوا۟ ٱللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
হে ইমানদারগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন [তথা বিজয়ী করাবেন] এবং তোমাদের পা দৃঢ়-প্রতিষ্ঠিত রাখবেন। [47:7]
{وَلَيَنْصُرَنَّ اللهُ مَنْ يَنْصُرُه}
আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাঁকে সাহায্য করে। [22:40]
أَلَآ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
সাবধান, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তবে অধিকাংশই জানে না। [Yunus 10:55]
فِى بِضْعِ سِنِينَۗ لِلَّهِ ٱلْأَمْرُ مِن قَبْلُ وَمِنۢ بَعْدُۚ وَيَوْمَئِذٍ يَفْرَحُ ٱلْمُؤْمِنُونَ
কয়েক বছরের মধ্যেই, আগের ও পরের সকল সিদ্ধান্ত আল্লাহরই। সেদিন বিশ্বাসীরা আনন্দিত হবে। [30:5]
وَعْدَ ٱللَّهِۖ لَا يُخْلِفُ ٱللَّهُ وَعْدَهُۥ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
আল্লাহর প্রতিশ্রুতি হয়ে গেছে। আল্লাহ তার প্রতিশ্রুতি খেলাফ করবেন না। কিন্তু অধিকাংশ লোক জানে না [30:6]
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং, পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। [Fatir 35:5]

  • Ohidul Islam
    তাlibআ/n রা উগ্রতা পরিহার করে ধীরে আগাচ্ছে। এটা ভালো লক্ষণ। কট্টর দেওবন্দী এরা। এর আগে অনেক হটকারী কাজ করেছিল। এখতেলাফপূর্ণ ছোটখাটো ইস্যূতেও ভিন্নমত একদম সহ্য করে না। জামায়াত নেতা ও সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রাব্বানীকে তারা হত্যা করেছিল।
    দেখা যাক এবার কী হয়। ভালো কিছু আশা করছি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ জ্ঞান দান করুন।
    2
    • Love
    • Reply
    • 2w
    • Rakib Hasan
      Ohidul Islam আমি আগের তাlibaন এবং বর্তমান উভয়দের সমর্থন করি, এই সমর্থন আমার ইমানিয়াত ও বিবেকবোধের জায়গায় থেকে।
      তারা ফাসাদ সৃষ্টিকারী রাশিয়া ও ইন্ডিয়ার তাবেদার রাব্বানীর সরকারের বিরুদ্ধে তাদের আগমন ছিলো আফ"গান জাতীর জন্য ত্রাণকর্তার মতো।
      তারা পাঁচ বছর আফগানে যে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ শাসন উপহার দিয়েছে তা তাদের নিকট অতিতে কেউই দিতে পারেনি । 
      তারা যদি রাব্বানীকে হত্যা করেও থাকে তাহলে সেটা ইলিগ্যাল হয়না, যেহেতু তারা যুদ্ধাবস্থায় ছিলো এবং রাব্বানীরা আমেরিকার কাধে কাধ মিলিয়ে বহু তালিবানকে খুন করেছে 
      4
      • Like
      • Reply
      • 2w
      • Edited
    • Tariqul Islam Khan
      Rakib Hasan ইখওয়ান স্থানীয় জামাতের একটা গ্রুপকে সমর্থন করে। আর আল্লামা কারজাভীর সাথে তালেবানের বৈঠকের একটা ছবি আছে।
      • Like
      • Reply
      • 2w
      • Edited
  • HK Surzo
    আমার কথা ও এটা
    1
    • Love
    • Reply
    • 2w
  • Md Abdul Mannan
    রাকিব,
    ১। গণতন্ত্র টুলস নয়, আকীদা ---- এটা কাদের?
    ২। আমাদের চাওয়া ইসলাম নয়।
    এই আমাদের টা কাদের?
    ৩। সেক্টর ভিত্তিক লোক তৈরির প্রবক্তা কারা?
    এর সুবিধা অসুবিধা একটু জানতে চাই।
    1
    • Like
    • Reply
    • 2w
    • Rakib Hasan
      ১। যারা সবকিছুতেই জনসমর্থন, গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে, তাতে দ্বীনের স্বার্থ থাকলো কী থাকলোনা এসবের পরোওয়া করতে চায়না বা ভুলে থাকে, গনতন্ত্র তাদের আকিদায় রূপ নিয়েছে। তাদের ছোটো একটা অংশের উপস্থিতি ইসলামী আন্দোলন সমূহে রয়েছে।
      ২। দুইয়ের উত্তর এক এ আছে
      ৩। সেক্টর ভিত্তিক লোক তৈরির প্রবক্তা যারাই হোক, ইসলাম বিজয়ের জন্য এটা ইসলাম ও ঐতিহাসিক দৃষ্টিকোন থেকে ভুল প্রসেস এবং বস্তুবাদী ধ্যানধারণা ফসল।
      1
      • Like
      • Reply
      • 2w
    • Md Abdul Mannan
      কোনো সদুত্তরই
      পেলাম না।
      সব ভুলে গেলেন নাকি?
      1
      • Like
      • Reply
      • 2w
    • Rakib Hasan
      Md Abdul Mannan আপনি চাচ্ছেন নাম পরিচয়সহ বলি। কিন্তু এটা আমার ফিতরাতে নেই। আমি সরাসরি ব্যক্তি বিশেষে কথা কম বলার চেষ্টা করি, এতে গীবত ফিতনা উভয়ই কম হয়।
      আমাদের উচিৎ বৈশিষ্ট্য ও আশংকার বিষয়কে তুলে ধরে সতর্ক করে যাওয়া।
      • Like
      • Reply
      • 2w
    • Md Abdul Mannan
      সেক্টর এর কথা বললেন না?
      এ ক্ষেত্রে সীরাতে রাসুল বা খিলাফাতে রাসুলে কোনো একজাম্পল বা রেফারেন্স এভেইলেবল্?
      • Like
      • Reply
      • 2w
    • Rakib Hasan
      সিরাতে এর উল্টো চিত্র দেখি।
      সেক্টরভিত্তিক মানসিকতা আমরা পশ্চিমাদের থেকে ধার নিয়েছে, না বুঝেই বা ইসলামের টেকসই বিজয়ের কথা ভেবে।
      • Like
      • Reply
      • 2w
    • Md Abdul Mannan
      ভিন্নমত পোষণ করি।
      আমি এভেলেবল ই দেখতে পাই।
      প্রিয় রাসুল সাঃ এর সময় সৈনিক ছিলো, সেনাপতি ছিলো।
      তীরন্দাজ এর গ্রুপ ছিলো। অশ্বারোহী যোদ্ধাদের গ্রুপ ছিলো।
      পদাতিক ডিভিশন ছিলো।
      ব্যবসায়ীদের কাফেলা ছিলো। আসহাবে সুফফা দের গ্রুপ ছিলো। কাতেবে ওহীর গ্রুপ ছিলো। মুফাসসির, মুহাদ্দিসদের ফোরাম ছিলো। ক্বারীদের গ্রুপ ছিলো।
      হুফফাজদের গ্রুপ ছিলো। মুবাল্লিগদের গ্রুপ ছিলো। সমরবিদ দের গ্রুপ ছিলো। দূত বা প্রতিনিধি দের গ্রুপ ছিলো। লিয়াজোঁ কমিটি ছিলো। কবি, সাহিত্যিকদের গ্রুপ ছিলো। নসবনামা লেখকদের গ্রুপ ছিলো। দোভাষীদের গ্রুপ ছিলো। প্রতিটা গ্রুপ বা সেক্টরের প্রশিক্ষক ছিলো।
      নিয়মিত প্রশিক্ষণও চলতো। আর সব প্রশিক্ষকের মহান শিক্ষক ছিলেন প্রিয় নাবীজী সাঃ স্বয়ং।
      ছিলো না কোন্ সেক্টর টা ??? বাদ ছিলো কোন্ সেক্টরটা, সেটাই বলুন ???
      মাদীনা রাষ্ট্র চালাতে যতগুলো সেক্টর বা বিভাগ বা গ্রুপ দরকার ছিলো, রাসুল সাঃ কি তার কোনোটা বাকি রেখেছিলেন?
      আপনার দৃষ্টিতে সেক্টর ভিত্তিক লোক তৈরির ফর্মূলা ভালো না লাগতে পারে। কিন্তু নবীজীবনে আমরা তার উপস্থিতি দেখতে পাই। কাজেই সেক্টর ভিত্তিক লোক তৈরির পদক্ষেপ কেউ নিলে, তাকে ভুল প্রমাণের প্রোপাগান্ডা চালানো মোটেই সঠিক নয়।
      • Like
      • Reply
      • 2w
      • Edited
    • Rakib Hasan
      যা বলেছেন এগুলো আমি জানিনা এমন নয়। কিন্তু এগুলোকে সেক্টর ভিত্তিক লোক তৈরি করা বলেনা।
      (এই আলাপ বড় তাই এখানেই থামলাম, একদিন ভালো করেই এর অবতারণা করবো ইনশাআল্লাহ)
      1
      • Like
      • Reply
      • 2w
      • Edited
    • Md Abdul Mannan
      কোন্ গুলারে সেক্টর বলে, প্রিয় ছোটো ভাই? বিবর্তনের ধারা তো বহমান।
      1
      • Like
      • Reply
      • 2w
    • Saleh Din
      Rakib Hasan - গুলেন তত্ত্বের পরিনতি যার দেখেছেন তারা লোক তৈরি র- নাটক মনে হয় না করবেন।
      আর সেক্টর ভিত্তিক লোক তৈরির চিন্তা হলো এক ধরনের মানসিক রোগগ্রসত রোগীর চিন্তা ভাবনা।
      1
      • Love
      • Reply
      • 2w
      • Edited
  • Razib Ahmed
    অাপনার লেখা নিয়েও অনেকে হতাশ
    • Like
    • Reply
    • 2w
    • Rakib Hasan
      বুঝিয়ে বলুন। অনেকে কেনো হতাশ।
      যারা হতাশ তারা কী উপরের বৈশিষ্ট্যের লোকজন?
      • Like
      • Reply
      • 2w
      • Edited
    • Love
    • Reply
    • 2w
  • Kh M Manzurul Mowla
    শেয়ার দিচ্ছি ❤️
    1
    • Care
    • Reply
    • 2w
    • Rakib Hasan
      শুকরিয়া ভাইজান
      1
      • Like
      • Reply
      • 2w
  • Taib Ahmed
    ইসলামে "গণতন্ত্র, জনমত,জনসমর্থন" এই তিনটার কি অবস্থান আছে বলে তুমি কি মনে করো। মানে ইসলামের সাথে এই তিনটার সম্পর্ক কি এর উপরে একটা লেখা চাই! তুমি কি মনে কর ইসলাম প্রতিষ্ঠার জন্য অথবা ইসলামিক সমাজে এই তিনটার কোন প্রয়োজন নেই?