Saturday, April 2, 2022

রাজনীতিতে জামায়াতের কী করা উচিত ?


জামায়াতসহ ইসলামী দলগুলোর রাজনীতির ফলে 'ইসলাম ও ইসলামী আন্দোলনের তেমন উপকার না হলেও ক্ষতি হয়েছে বেশুমার। 

ইসলামের বাহিরের রাজনৈতিক তত্ত্বকে তাকফির করে আবার সেই শাসনের অংশীদার হওয়ার মতো ভুল করে আসছি যুগ যুগ ধরে, ফলে তাগুত/গাইরে তাগুত আমাদেরকে হিপোক্রেট বলারও যৌক্তিকতা খুঁজে পায়। আজ একদলকে ইসলামের পক্ষে কাল আরেকদলকে একই সার্টিফিকেট দিতে হচ্ছে, এক্ষেত্রে প্রায় নিরূপায়। 

গত সত্তর বছরে ক্ষমতা দ্বান্দ্বিক রাজনৈতিক প্রতিযোগিতায় বরাবরের মতো পরাজিত হয়ে আসছে, ফলে যারা রাজনৈতিক এক্সপ্রিমেন্ট চালানোর শুরুতেই বাধা দিয়েছে নসিহত করে বুঝিয়েছে তারা বরাবরই হক্ব ছিলো সেটা প্রমাণ হয়ে আসছে কিন্তু আমাদের ইবরত হাসিলও হচ্ছেনা আক্বলেরও উদয় হচ্ছেনা।

রাজনীতির নামে শুধু শুধু একে-ওকে শত্রু বানানো আর আদর্শ বিসর্জন দিতে বাধ্য না হয়ে, এসব বাদ দিয়ে দাওয়াত ও ইসলাহের কাজে নেমে পড়াই অধিকতর কল্যাণ।। 

মানে, মুরুব্বিদের ফর্মুলা মতে দাওয়াত ইলাল্লাহ, শাহাদাতু আলান নাসের ক্রমধারায় মনোনিবেশ করা উচিত।

ভোটবাদী রাজনীতি না করে বা অস্বীকার করেও ইসলাম ও ইসলামী আন্দোলনের কাজ করা যায় এবং বিজয়ও হাসিল সম্ভব।।

বরং ক্ষমতার লড়াইতে সেদিন নামুন যেদিন বিজয় ছিনিয়ে নেওয়ার সম্ভাবতা তৈরি হয়, এর আগে শক্তির ক্ষয় করবো কেনো!  প্রাণের অনেক মূল্য এই প্রাণ কী নিরেট ইসলামের জন্য কোরবান হচ্ছে কিনা তাতো ভাবনায় আনা দরকার।। 

বিজয়ের যখন সুযোগ তৈরি হবে, তখন সেটাকে হাসিল করার জন্য ভোট করার দরকার হলে ভোট করুন অথবা ঘাড়ে বন্দুক রেখে জোর করে ছিনিয়ে নেওয়ার দরকার হলে তাই করুন। 

সর্বোপরি, আপাতত অরাজনৈতিক ইসলামী আন্দোলন চাই।। জানি এটা অসম্ভব।। রাজনীতির গোলকধাঁধায় একবার আটকা পড়লে নানান কারণে এখান থেকে বের হওয়া মুশকিল। অন্তত ইগো বলেও তো একটা কথা আছে। 

[বিঃদ্রঃ- আমার চিন্তার সাথে আপনার চিন্তা মিলতেই হবে এমন নয়। আপনার ঠিক বিপরীত চিন্তাও সঠিক হতে পারে।]

#রাজনীতি


67 Comments

Most relevant

  • Atikul Islam Liman
    অরাজনৈতিক ইসলামী আন্দোলন থিওরিটা কেমন ভাই? তাবলীগি টাইপের নাকি?
    4
    • Rakib Hasan
      Atikul Islam Liman তাবলীগ ইসলামী রাষ্ট্র, খিলাফ্‌ শরীয়াহ এসব নিয়ে কথা বলেনা। ইসলামী আন্দোলন ইসলামের সব নিয়ে কথা বলবেন, কিন্তু শুধু শুধু তাগু-তি ক্ষমতার পার্ট হওয়ার জন্য অনর্থক ও আদর্শ বিরোধী লড়াই করবেনা।।
    • Shahad Nurullah
      Rakib Hasan কিন্তু তা তো রাজনীতি হতে দূরে সরে গিয়ে নয়। বলতে পারেন কনভেনশনাল/ট্র্যাডিশনাল পলিটিক্স থেকে সরে এসে নতুন কিছু করা দরকার যা লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মনীতি-কর্মসূচী সমুন্নত রাখবে।
      3
    • Rakib Hasan
      Shahad Nurullah মোটামুটি কনভেনশনাল রাজনীতি ছেড়ে দিলেই নতুন কিছু হয়ে যাবে। লক্ষ্য-উদ্দেশ্য কর্মনীতি-কর্মসূচী সব তখন ইকামাতে দ্বীনকে ঘিরে চলবে অটোমেটিক্যালি।।
    • Md Abdul Mannan
      ওনারা খুব শীঘ্রই সেই থিওরী
      নিয়ে আসছেন।
      আমরা যোগদানের লাইনে আছি।
  • Hasan Md Mehedi
    পোস্ট অনলি মি ক্রুন, সমস্যা হবে!
    6
    • Rakib Hasan
      মাঝেমধ্যে একটু নাড়া দিতে হয় আরকি😀
      • Like
      • Reply
      • 13w
      • Edited
  • Muhammad Younus
    ইসলামী আন্দোলনের পথ কখনোই ফুল বিছানো থাকে না। জোটে থাকুন অথবা একলা চলুন প্রতিকূল অবস্থা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। বিএনপির সাথে জোট ভেঙে ফেললেই যারা জান্নাতের টুকরা দেখতে পাচ্ছেন তারা একধরণের অস্থির ও আবেগীয় মানসিকতা থেকেই এসব বলছেন। আর আনুগত্যের … 
    See more
    7
    • Mohammad Shoaib
      বিএনপিও তাগুত, তাদের সাথে বন্ধুত্ব কেন? ছিঃ
    • Rakib Hasan
      Muhammad Younus পরামর্শের জন্য ধন্যবাদ ভাই
    • Md Abdul Mannan
      মাদীনা সনদ আবার দেখে নিতে পারেন।
    • Mohammad Shoaib
      কি আর দেখার? তো আম্লীগের সাথেও তো করা যায়! এগুলো নিছক নাটক, ভুল বুঝা! আমরা স্বাধীনভাবে কাজ চালাবো, এটাইতো আন্দোলন! বাধা আসলে আসুক!
  • Nizam Uddin
    হেফাজতে ইসলাম ও তাবলীগ জামায়াতে আপনাকে স্বাগতম 🤔
    5
    • Rakib Hasan
      কেনো বাকি দলে স্বাগত জানাবেন না? তারা কী দোষ করলো!
    • Nizam Uddin
      Rakib Hasan অরাজনৈতিক তো আর দেখি না পপুলার।
    • Rakib Hasan
      Nizam Uddin খুঁজতে থাকুন...
    • Md Abdul Mannan
      Nizam Uddin
      এবিপি, গণ অধিকার, মজলিস.......
      ওরাও আছে। ওরা তো কোনো দোষ করে নাই এবং বিজয়ের দ্বারপ্রান্তে!
      • Like
      • Reply
      • 13w
      • Edited
  • Saleh Din
    দুঃখ জনক হলো আমরা নিজদের কর্মনীতি সংশোধন করতে রাজি নই।
    ছাত্র খারাপ, বার বার ফেল করছে।
    তাই কলেজ ছেড়ে ছুড়ে চিললায় যেতে পরামর্শ আসছে! যেই সেই চিললা না জীবন চিল্লা। … 
    See more
    4
    • Like
    • Reply
    • 13w
    • Edited
    • Md Abdul Mannan
      সহিহ্ সালাফী কর্মনীতি দিয়ে
      এবিপি-র মতো একটা নতুন … 
      See more
    • Saleh Din
      Md Abdul Mannan - প্রচুর সংশোধন আপনার ইমারজেন্সি।
  • আতিফ আবু বকর
    আপনার শপথ শেষ
    2
    • Rakib Hasan
      তাহলে একবার বিএনপিকে ক্ষমতায় আনার জন্য রক্ত দেওয়া আরেকবার অন্য কাউকে ক্ষমতায় আনার জন্য রক্ত দেওয়াকে সমর্থন করাই যদি শপথের শর্ত হয় তাহলে নিশ্চয় শপথের অবস্থা ভালো নেই।।
    • Mohammad Shoaib
      হুম ভাই!
  • Razib Ahmed
    তালেবান থেকে অরাজনৈতিক হলেন কবে
    2
    • Rakib Hasan
      Razib Ahmed আপনি ভুল করছেন, এটা বাংলাদেশ আফগানিস্তান নয়।
    • Razib Ahmed
      Rakib Hasan রাজনিতির দেশে থেকে অরাজনৈতিক চিন্তা করলে হবে
    • আতিফ আবু বকর
      Razib Ahmed বালের অধীন রাজনীতিও ইসলামী আন্দোলন হলো তবে
    • Razib Ahmed
      আতিফ আবু বকর বালের অধিনে থেকে ব্যক্তিগত ইবাদত, ইসলাম, তাবলিগ,সিলসিলা সব চললে অান্দোলন চলবে না কেন
  • Sorol Kotha
    এসব বললে বক্তার ঈমান নিয়ে প্রশ্ন তুলবে জিহাদিরা
    • Rakib Hasan
      এমন প্রশ্ন তোলা সেসব জিহাদি ভাইদের অধিকার। তাদেরকে তাদের অধিকার চর্চা করতে দিন ভাই।।
      সবাই যদি সংগঠনকে প্রশ্ন করে তাহলে কাজ করবে কে। প্রতিটি সংগঠনে কিছু উন্মাদ থাকা জরুরী যারা ইমারতের আনুগত্য প্রশ্নাতীতভাবে করবে। তথা অন্ধ আনুগত্য করবে। এটারও দরকার আছে।
      এজন্যই ফেসবুকে সংগঠন নিয়ে কথা বলতে চাইনা, কারণ এসব কথা সবার উদ্দেশ্যে থাকেনা, কিন্তু এটাতো আলাদা করে বুঝানো মুশকিল।।
      তাছাড়া ইসলামী আন্দোলন মানুষের দ্বারা পরিচালিত, তাই এতে ভুল থাকবেই, এবং সেটারও সমালোচনা থাকতে হবে নইলে মানুষ ভুলকে দ্বীন ভাবতে শুরু করবে।।
      উভয়সংকট ভাই!
      • Like
      • Reply
      • 13w
      • Edited
  • Shahnoor Noor
    বিএনপি থেকে ইস্তেফা নেয়ার পাটা আমাদের নেই, আর টোটালি রাজনীতি থেকে ইস্তফা!!??
    আপনার পরামর্শ সুন্দর, কিন্তু অসুন্দর পরিবেশে সাবমিট করেছেন।
    এবার আপনাকে তাকফীর না করলেও তাখরীজ করার সম্ভাবনা আছে!!
    হুশিয়ার / সাবধান
    2
    • Rakib Hasan
      জি ভাই জানি ভুল জায়গায় লিখেছি।।
      ভাই যার ইচ্ছে খারিজ করবে করুক, খারিজ করাও ব্যক্তির অধিকার, চর্চা করুক না!
      2
  • Nayeem Ahmad
    পক্ষে-বিপক্ষে মারামারি চাই!
    3
    • Rakib Hasan
      Nayeem Ahmad আপনি কী 'হাত তালি' দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন নাকি গ্যালারিতে বসে পপকর্ন খাওয়ার চিন্তার করতেছেন🤔😀
    • Md Abdur Rahman
      Nayeem Ahmad ম‌নোস্তা‌ত্ত্বিক দ্বন্দ ভাললা‌গে না। অ‌নেক দিন কোদাকু‌দি দে‌হি না।
      2
    View 2 more replies
  • Muhammad Zakir Hossain
    এখনো একজন ক্যারিশমাটিক লিডার পাইলে .....
    2
    View 1 more reply
  • Alamgir Hossain
    তাগুদ কে ভয় পেলেন নাকি ভাই??
    View 1 more reply
  • Ma Hannan
    চিন্তার মিল থাকা জরুরি নয় বাস্তবতা বুঝতে না পারা বা না চাওয়াটা এক ধরনের হিপোক্রেসি!
    • Like
    • Reply
    • 13w
    • Edited
    • Rakib Hasan
      বাস্তবতা কারা বুঝতে চাচ্ছেনা ভাই?
    • Ma Hannan
      Rakib Hasan আপনি যতটুকু বুঝছেন বা রিয়ালাইজ করতে পেরেছেন এটাকে যারা অপরাধ মনে করে!
      2
    • Rakib Hasan
      Ma Hannan জি ভাই
  • Md Monawer Hossain
    রাষ্ট্র ইসলামবিরোধীদের টোটালি ছেড়ে দিয়ে ইসলামি আন্দোলন সফল হওয়ার ইতিহাস কি আছে কোথাও? আফগানিস্তান কি ছেড়ে দিয়েছে?
    আপনি বলতে পারেন কিভাবে আরও বেগবান করা যায়, সেটা নিয়ে ভাবতে হবে৷
    ইতোপূর্বে নবী/রাসূলসহ সকলে শুধু ক্ষয় করে গেছে? সবাই ত আর ইসলামি বিধান প্র… 
    See more
  • Yahya Mahdy
    আপনার চিন্তাটা আপডেট ভালো চিন্তা মনে হচ্ছে। সালাফিদের চিন্তাধারাও এর আশেপাশে। রাজনৈতিক ক্ষেত্রে তাদের চিন্তাই আমার বেশি পছন্দ হয়।
  • MD Abdur Rakib
    বর্তমান রাজনীতি থেকে অবশ্যই বেরিয়ে আসা দরকার।
    View 1 more reply
  • Abu Khaula
    ধন্যবাদ আপনাকে। বাস্তবসম্মত কথা বলেছেন। এই কথাগুলোই বহু আগ থেকেই মুফতি হারুন ইজহার হাফি. বলে আসছেন।
  • Mohammad Hossain
    একমত
  • Jayed Jasim
    মওদূদী সাহেব যে দর্শন থেকে জামায়াত ইসলামি গঠন করেছেন, বর্তমান জামায়াত কিন্তু সেই দর্শনের উপর অবিচল থাকতে পারে নাই......যার কারন হতে পারে
    ১.রাজনৈতিক অদূর্দশীতা
    ২.তাকওয়াপূর্ণ কর্মীর ঘাটতি।