Wednesday, July 1, 2020

ধর্মনিরপেক্ষ দল

 বাংলাদেশে ইসলামী দল ছাড়া বাকি সকল দলই ধর্মনিরপেক্ষ দল। (যেহেতু এদের কেউই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শরীয়াহকে স্বীকার করেননা)

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা ইসলামী দলগুলো ছাড়া আর কোনো দল করা মুসলমানের জন্য জায়েজ নয় এবং অবস্থা বিশেষে কুফুরির পর্যায়ের হারাম হতে পারে।
Sorol Kotha, Jabed Hosen Miji and 116 others
35 Comments
2 Shares
Like
Comment
Share

35 Comments

  • Murad Hossain
    اصح
    اللهم وفقنا ان نقيم احكام الاسلامية في ارضك.
    4
    • Care
    • Reply
    • See Translation
    • 9w
    • Rakib Hasan
      حلم الفتح سوف يتحقق إن شاء الله
      3
      • Like
      • Reply
      • 9w
  • Muhammad Abu Nayem
    জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান, যেখানে শুধু মুসলিমরা থাকবে।
    জাহান্নাম একটি ধর্মনিরপেক্ষ স্থান, যেখানে নামধারী বহু মুসলিম ও অমুসলিমরা মিলেমিশে থাকবে।
    এইবার ও কি তুমি ধর্মনিরপেক্ষ ?
    5
    • Like
    • Reply
    • 9w
  • Mma Taher
    ১০০% সঠিক কথা ।
    3
    • Love
    • Reply
    • 9w
  • Rabiul Muhammad Sultan
    বাংলাদেশে যে ইসলামি দলগুলো আছে তাদের সমর্থন করা ই সবচেয়ে বড় কুফরি।কারন কুরান এবং হাদিসে যে ইসলামি শাসন বলা আছে সেটার ধারে কাছেও এরা নেই।
    3
    • Like
    • Reply
    • 9w
    • Mohammad Abdullah Bulbul
      Rabiul Muhammad Sultan ফতোয়া কোন প্রতিষ্ঠান থেকে শিখেছেন?
      1
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Rabiul Muhammad Sultan ভাই, বোধহয় ইসলামী দলগুলোকে রাষ্ট্র ভেবেছেন, না তারা রাষ্ট্র নয় এবং রাষ্ট্রের পরিচালকও নয়, যদি তারা রাষ্ট্রের কর্তা হতো এবং ইসলামী শাসন কায়েম না করতো তাহলে কাফির বলা যেতো।
      আপনাকে বুঝতে হবে যে, কুরআন হাদিসের শাসন রাষ্ট্রের পরিচালকদের কায়েম করতে হয়, একটা দলকে নয়।
      তাছাড়া, ইসলামী দলের লোকজন মানুষ হওয়ায় তাদের ভুলভ্রান্তি আছে বুঝলাম, তাই বলে তাদের সাপোর্ট করা কীভাবে কুফুরি হয়? তারাতো বরং কুফুরি শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।
      • Like
      • Reply
      • 9w
    • Rabiul Muhammad Sultan
      Mohammad Abdullah BulbulMohammad Abdullah Bulbul ফতোয়ার দরকার নেই বাংলাদেশেরই যেকোন একজন অরাজনৈতিক মুফতির কাছে যান। জানতে পারবেন। আর তা না হলে একটু এ বিষয়ে পড়াশুনা করেন বুঝে যাবেন
      2
      • Like
      • Reply
      • 9w
    • Rabiul Muhammad Sultan
      Rakib Hasan একটা ইসলামি দল আছে তারা বায়তুলমাল ( রাস্ট্রীয় কোষাগার) এর নামে প্রতি মাসে চাঁদা তোলে, আর একজন পীরের দল আছে তারা বলে যদি দাড়িপাল্লায় ভোট দেয় তো সে জাহান্নামে যাবে। আর একটা অরাজনৈতিক দল ছিলো তারা ইসলামের হেফাজতের নামে এখন অন্যের বউদের হেফাজতে… 
      See More
      1
      • Like
      • Reply
      • 9w
    • Mohammad Abdullah Bulbul
      Rabiul Muhammad Sultan সব ইসলামী দল সমস্যা, নেতাদের চরিত্র খারাপ, আপনি অনেক বড় ইসলামিস্ট, অনেক চরিত্রবান বুজুর্গ আপনি একটা দল খুলছেন না কেন আমরা যোগ দেই?
      1
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Rabiul Muhammad Sultan এসব হাস্যকর তোহমত দিয়েও তো বুঝাতে পারলেন না কীভাবে ইসলামী দল করা কুফুরি হয়।
      উপরে যা অভিযোগ দিয়েছেন, এসবই ব্যক্তিগত অপরাধ এবং অপবাদ। এবং এসকল অপরাধকে এরা কেউই বৈধ বলেনা, কিন্তু মানুষ হওয়ায় অনেকে মানবিক দূর্বলতা প্রদর্শন করে থাকে, যা অতি স্বাভাবিক। এই ছোট্ট বুঝটুকু আপনার নেই কেনো বুঝলাম না।
      যারা রাষ্ট্রে আল্লাহর আইনকে স্বীকার করেননা, তাদেরকে কুফুরির তকমা না দিয়ে, তাদেরকে দিচ্ছেন যারা কুফুরি শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
      আল্লাহর আইনকে অস্বীকারকারী জালিমদের মোকাবিলায় ইসলাম কায়েমের দলকে সামনে নিয়ে এসে বুঝালেন আপনি আল্লাহর বিধানকে অস্বীকারকারী তাগুতের সহযোগী এবং জালিম।
      রাষ্ট্রে আল্লাহর আইনকে অস্বীকারি ব্যক্তি কাফির, জালিম, ফাসিক, এদেরকে যারা সাপোর্ট করবে তাদের ক্ষেত্রেও অনুরূপ বিধান। ইসলামী দল ইসলামী শরীয়াহ অস্বীকার করেননা, সো তারা কুফির কারিও নয়।
      1
      • Like
      • Reply
      • 9w
      • Edited
    • Rakib Hasan
      Mohammad Abdullah Bulbul উনি আপাতত হিজাবী আপুদের নিয়ে নাচাগানায় ব্যস্ত সময় পার করছেন হয়তো।
      তাছাড়া উনি ইসলামী আইনে বিশ্বাস করে কিনা সেটাও নিশ্চিত করেননি।
      1
      • Like
      • Reply
      • 9w
      • Edited
    • Saleh Din
      Rabiul Muhammad Sultan - সুলতান হয়ে এই রকম মাথা মোটা কথা বল্লো কেমনে!
      • Like
      • Reply
      • 9w
  • Imam Hossain Rakib
    ইসলাম তো গণতন্ত্র সাপোর্ট করেনা।
    • Like
    • Reply
    • 9w
    Hide 17 Replies
    • Rakib Hasan
      Imam Hossain Rakib ইসলাম কী সাপোর্ট করে?
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Rakib HasanRakib Hasan পারস্পরিক পরামর্শের ভিত্তিতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত শাসনব্যাস্হা (অামল-অাখলাকের ভিত্তিতে)। যেটা গণতন্ত্রে অনুপস্হিত।
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Imam Hossain Rakib সে শূরা ব্যবস্থা চালু করতে হলে তো আগে তো রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে।
      ড্রাইভিং সিটে না বসে গাড়ি ড্রাইভ করবেন কীভাবে।
      বর্তমান পরিস্থিতিতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করার মাঝে, ইসলামি শরীয়াহর এংগেল থেকে কোনো বাধানিষেধ নেই।
      এর থেকে ভালো কোনো প্রসেস আপাতত বর্তমান নেই।
      1
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Rakib HasanRakib Hasan রাসুল স:, খোলাফায়ে রাশেদা কি করেছিলেন?
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      এরদোগান তে ইসলামপন্হী তো তিনি কি কুরঅানের শাসন কায়েম করতে পেরেছেন? না। বাংলাদেশেও একই অবস্হা হবে। মডারেট ইসলাম কায়েম হবে। অরিজিনাল ইসলাম না। বাতিলের সাথে অাপোষ করে ইসলাম চলেনা। বাংলাদেশে সহীহ হকপন্হী একটা দলও নেই! সবাই ই ধর্মের কম-বেশি মনগড়া ব্যাখ্যা দিয়ে থাকে। সহীহ তরীকার ব্যক্তি অাছে অনেক। তবে দল নেই - অাকিদা-অামল দুজায়গায়ই বড় রকমের ঘাটতি অাছে।
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Imam Hossain Rakib এরদোগান তো বলেনি সে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবেন। বরং তিনি ইসলামপন্থা ত্যাগ করে সেক্যুলার হয়েই ক্ষমতায় গিয়েছে।
      তিনি যদি চাইতেন তাহলে ইসলামী শাসন জারি করতে পারতেন। যেমন, মিশরে ইসলামের কথা বলে মুরসি ক্ষমতায় এসে শরীয়াহ আইনের ঘোষণা দি… 
      See More
      1
      • Like
      • Reply
      • 9w
    • Saleh Din
      Imam Hossain Rakib - ভাই আপনাকে কি আর বলতে পারি? - আপনার এই সব বক্তব্য সত্যি হলে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে।
      আর আপনার এই সব কথা যদি মিথ্যাচার হয় তো আপনি নিজের প্রতি নিজে- অটোমেটিক লানৎ তের যোগ্য করলেন
      লানৎ নিয়ে আসলেন।
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Saleh Din এভাবে কঠিন করে না বলি।
      কোনো নির্দিষ্ট বিষয়ে আপত্তি থাকলে বুঝিয়ে বলতে পারেন।
      • Like
      • Reply
      • 9w
    • Saleh Din
      Rakib Hasan - পুরোটা ই তো আপত্তি কর
      • Like
      • Reply
      • 9w
      • Edited
    • Imam Hossain Rakib
      Saleh Din দেখেশুনেই বলেছি। কুরঅান-হাদিসের কিছু মৌলিক পয়েন্ট নিজেদের মনমত ব্যাখ্যা দেয়না এরকম একটা দল খুজে দেখান।
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Saleh Din পারলে প্রমাণ দিয়ে কথাগুলো ভুল সাব্যস্ত করেন।
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Rakib Hasan সেটা কোন দল করছে?
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Imam Hossain Rakib সকল ইসলামী দল সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছে৷ এবং এর মধ্যে ডেডিকেটেডলি জামায়াত শিবির কাজ করে যাচ্ছে।
      এই দুনিয়ায় কাউকেই নিখুঁত পাবেন না, অপেক্ষাকৃত ভালোকে বেছে নিতে হবে।
      এবং দিনশেষে আল্লাহর কাছে আপনার প্রচেষ্টার জবাব দিতে হবে, পুরো কোনো গোষ্ঠীর নয়।
      1
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Rakib Hasan এই যে ইমোশনাল হয়ে পড়ছো। তারা যখন বলে দ্বীন কায়েমের অান্দোলন না করলে নামাজ-রোজা কোনো কাজে দিবেনা তখন পারসনকে হার্ট করা হয়।
      • Like
      • Reply
      • 9w
    • Rakib Hasan
      Imam Hossain Rakib কেউ বাড়াবাড়ি করে কাউকে হার্ট করলে সেটা তার ব্যক্তিগত ত্রুটি এবং সেটা কাম্য নয়। কিন্তু আমাকে তো দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থেকে চেষ্টা চালাতে হবে, নইলে দ্বীন কায়েমের প্রচেষ্টায় আমার এপোর্টটুকু দিয়েছি কিনা এ জবাব আল্লাহ চাইলে তো দিতে … 
      See More
      1
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Saleh Din অাপনার কথা যদি মিথ্যা হয় তাহলে অাপনার উপরও লা'নত দিয়ে রাখেন।
      • Like
      • Reply
      • 9w
    • Imam Hossain Rakib
      Rakib HasanRakib Hasan অপেক্ষাকৃত ভালোর ধারনা এক ধরনের মডারেট চিন্তা। অার তুমি যে বলছো তারা তাদের সাধ্যমত চেষ্টা করছে কথাটা পুরোপুরি ঠিক না। তুমিও নিজেও তাদের বড় কিছু ল্যাকিংসের বিষয়ে জানো।
      • Like
      • Reply
      • 9w
  • Saleh Din
    যাদের মনে মুসরিকি বা কুফরি দানা বেধে আছে - তারা হারাম জগতের স্বপ্নে বিভোর।
    তাই ইসলামের মহান আহব্বান তাদের নিকট বিরক্তিকর মনে হতেই পারে।
    2
    • Like
    • Reply
    • 9w
  • Ikbal Ibu
    উনারা ধরে নিয়েছে ইসলাম অসম্পূর্ণ।
    • Like
    • Reply
    • 9w
    • Rakib Hasan
      Ikbal Ibu আর এভাবেই তারা ইসলামের একটা অংশকে অস্বীকার করে কুফুরিতে লিপ্ত হয়।
      এদের মধ্যে কেউ জেনে-বুঝে ইসলাম বিদ্বেষ থেকে অস্বীকার করে আর কেউ না জেনে অজ্ঞতার কারণে অস্বীকার করে।