Saturday, March 14, 2020

সেক্যুলার ইসলাম


দুঃখবোধ অপেক্ষাকৃত কম অনুভূত হত,
যদি দেখতাম সেক্যুলার ইসলামের ঝাণ্ডাধারীরা সমাজের একেবারেই সাধারণ ধারার মাঝ থেকে উঠে আসা কেউ ।
কিন্তু আজ যাদেরকে সেক্যুলামিস্ট হিসেবে দেখতে পাই । এককালে এদের কলিজায় ইসলামের বীজ বপনের জন্য কত ভাইকে কতইনা কসররত কতইনা সময় শ্রম কোরবানি করতে হয়েছে। ফলে তখন এরা নিজেদেরকে খোদার জমিনের মানুষের প্রভুত্বকে উৎখাত করে খোদার প্রভুত্ব কায়েমের সংগ্রামের শপথ নিয়েছিল।
আবার অনেককে সেই শপথ পড়িয়েছে ইমানি দাবি মনে।
মনে রাখা উচিৎ,

সব সফলতা বিজয়ে থাকেনা কিছু সফলতা স্থূলদৃষ্টিতে পরাজয়ের মাঝেও থাকে ।
সাহাবীর হারামের (রাঃ) পিটে নিক্ষেপিত বর্শা তার পেট-পিটকে এফোড়-ওফোড় করে দিল। তখন তিনি চিৎকার করে বললেন,
فزت ورب الكعبة
- ক্বাবার রবের কসম আমি নিশ্চিত সফল হয়ে গেলাম
[ صحيح البخاري 8/ 48 رقم 6394]

আল্লাহ্‌র বিশ্বাসে এবং আমলে দৃঢ় থাকুন। ইনশাআল্লাহ্‌ আল্লাহ্‌র নুসরা এবং বিজয় অভিসম্ভাবী। অন্তত ক্ষনিক দুনিয়ার বিজয় না হলেও কাঙ্ক্ষিত শাহাদাতের মাধ্যমে চিরস্থায়ী বিজয় নিশ্চিত।