Saturday, March 14, 2020

আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে

আন্দোলনের বজ্রকন্ঠ গুলো আজ ধরে গেছে, আলোচকের আলোচনা গুলো আজ হিনমন্যতায় ঢেকে গেছে, তাত্ত্বিক গুরুরা আজ তত্ত্ব হারিয়েছে, খুনঝরা কলমের কালি জমে গেছে, বিশ্বাসকে আজ সংশয়েরা গ্রাস করে পেলেছে, বিপ্লবের বানী আজ বালি চাপা পড়ে গেছে।
বিপ্লবী! যদি তুমি শীকড় কামড়ে ধরে হাটুকে গেড়ে নখ চিপে দাঁড়িয়ে থাকো। দেখবে একদিন ঝড় থেমে গেছে, অন্ধকার পালিয়ে গেছে, মুয়াজ্জিন উচ্চকণ্ঠে আযান দিচ্ছে "কল্যাণের দিকে আসো"।
তখন দেখবে কণ্ঠগুলো থেকে আবার বজ্রধ্বনি বের হচ্ছে, আলোচক তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তাত্ত্বিককে তার তত্ত্বেরা ঘিরে পেলেছে, কলমের কালী থেকে খুনের ঝরনা বইয়ে গেছে, চারদিকে বিশাসেরা জয়জয়কার ✌
মুসাফির! এ পথ বড্ড কঠিন আর দীর্ঘ। বিশ্বাসের কুপী জ্বালিয়ে গাড়ো তমাসাচ্ছন্ন পথ মাড়িয়ে পৌঁছতে হবে মানযিলে মাকসুদে✌
"আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে
দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে"
ওহে  যুগের মুয়াজ্জিন! জেগে উঠো আরেকবার
এভাবে বেহুশ হয়ে ঘুমাবে আর কতকাল?
জিন্দেগীর ওয়াক্ত যে হয়ে যাচ্ছে শেষ
আযান হেঁকে কি, ভোরের রক্তিম সূর্যকে আনবে না এই ধরায়?
মুসাফির দল জুলুমাতের অন্ধকারে পথ হারিয়ে,
উদভ্রান্তের মত ঘুরবে আর কতকাল?
রক্তিম আভার জন্য লাগে যদি আরো কিছু খুনরাঙ্গা জমিন,
কলিজার খুন ঢেলে দেবো অকাতরে....
মুয়াজ্জিন এবার উঠো, জুলুমাত তাড়ানিয়া আজান হাঁকাও,
ঘুমে ওয়াক্ত খতম করোনা আর...