Saturday, March 14, 2020

জীবন দর্শনের বিবর্তন


একসময়ে যখন ছাত্রলীগ, ছাত্রদল ও অন্যান্য সেক্যুলার বাম ভাইদেরকে ইসলাম একটি পূর্ণাংগ জীবন বুঝাতে গিয়ে সমাজ রাষ্ট্রে আল্লাহ্‌র হুকুম আহকামের কথা বলতাম, তখন ইসলাম না জানা সেসব সেক্যুলার ভাইয়েরা যেভাবে বলত, বর্তমান বাস্তবতায় রাষ্ট্রে ইসলামী শরী'য়া কায়েম অসম্ভব।
ঠিক একইভাবে ছাত্রজীবনে আল্লাহ্‌র আইন প্রতিষ্ঠার লক্ষ্যে নেতৃত্ব দেওয়া কিছু আল্লাহ্‌র বান্দারা শুধু ঐসব সেক্যুলারদের মত রাষ্ট্রে ইসলামী শরী'য়া কায়েম অসম্ভব বলেই নিবৃত্ত হন না, বরং তারা আরো কয়েক কদম এগিয়ে সমাজ রাষ্ট্রের আল্লাহ্‌র বিধিবদ্ধ আইনকেও অস্বীকার করে। সাথে ইক্বমাতে দ্বীনের মুজাহিদরকে তুচ্ছতাচ্ছিল্য করে যাচ্ছে দ্বিধাহীন চিত্তে।

إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ
“আমি আমার পেরেশানি এবং আমার দুঃখের ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো কাছে করছি না৷
[১২ : ৮৬]