Monday, January 10, 2022

আলেমগণের দায়িত্ব

 আলেমগণের দায়িত্ব হালালকে হালাল বলা, হারামকে হারাম বলে সতর্ক করা এবং অবাধ্যতার ব্যাপারে আল্লাহর ক্রোধের ভয়াবহতা স্মরণ করিয়ে দেওয়া।

যার ইচ্ছে মানবে যার ইচ্ছে মানবে না, আবার যার ইচ্ছে গালাগাল তুচ্ছতাচ্ছিল্য করবে, 

আবার যার ইচ্ছে নিকটবর্তী আযাবের ব্যাপারে সতর্ক করায় শুকরিয়া জানাবে।

হারামের বিপরীতে হালালের ব্যবস্থা করে দিতে পারেননি বলে চুপ থাকবেন না, তাছাড়া হারামের বিকল্প হালাল দিতেই হবে, এমন কোনো দায়িত্ব একজন দায়ী বা আলেমের ঘাড়ে আল্লাহ চাপিয়ে দেননি। 

আপনি শুধু বাশির ও নাজির হিসেবে কালামুল্লাহ থেকে জানিয়ে দিবেন-

وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ ۚ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا ‎﴿٢٩﴾‏

বলুনঃ সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত। অতএব, যার ইচ্ছা, বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। আমি জালেমদের জন্যে অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদের কে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে, তবে পুঁজের ন্যায় পানীয় দেয়া হবে যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। [18:29]