Friday, April 9, 2021

ভালোর মাঝে খারাপ, খারাপের মাঝে ভালো

 সব খারাপের মাঝে দু'চারটা ভালো থাকে, সব ভালোর মাঝেও দু'একটা খারাপ থাকে, 

এই জগৎ সংসারে চূড়ান্ত বলে কিছু নেই।

তাই বলে খারাপের মাঝে দু'একটা ভালো দেখিয়ে খারাপের পক্ষে অবস্থান নিবেন তাতো ঠিক নয়।

  • Shimul Shil
    আপন মতাদর্শীরাই ভালো, বাকিরা সব খারাপ
    3
    • Haha
    • Reply
    • 21w
    • Rakib Hasan
      হাহা বন্ধু যা বলোনা🙃
      আমি কী এমন দাবি করেছি, আমিতো তোমার উল্টোটা বলেছি।
      • Like
      • Reply
      • 21w
    • Shimul Shil
      Rakib Hasan আয়নার সামনে দাঁড়ালে ব্যাপারটা এমনই
      2
      • Haha
      • Reply
      • 21w
    • Rakib Hasan
      Shimul Shil তোমার স্পেশাল আয়নাটা আমার কাছে পাঠিয়ে দাও আমি একটু দাঁড়িয়ে দেখি ব্যাপারটা এমনই কিনা😎
      • Like
      • Reply
      • 21w
    • Shimul Shil
      Rakib Hasan সহজ ভাবলেই সহজ, স্পেশাল ভাবলেই স্পেশাল
      • Like
      • Reply
      • 21w
      • Like
      • Reply
      • 21w
  • Md Syful Islam
    খারাপগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়াকে কী খারাপের পক্ষে অবস্থান নেয়া বলে?
    • Like
    • Reply
    • 21w
    • Rakib Hasan
      Md Syful Islam পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। স্বাভাবিক অবস্থায় চোখে আংগুল না দিয়েও ভুল ধরিয়ে দিতে পারেন।
      যখন ছোটো ভুল ধরতে গিয়ে বড়ো ভুল হওয়ার আশংকা দেখা দিবে তখন ছোটো ভুল নিয়ে টানাহেঁচড়া করা অন্যায়। এতে যদি দুস্কৃতিকারিরা সুযোগ পায় তাহলে সেটা আরও বড়ো অন্যায়।
      1
      • Like
      • Reply
      • 21w
      • Edited
    • Md Syful Islam
      আচ্ছা। এখন আমাকে জানতে হবে কোনটা ছোট ভুল, আর কোনটা বড় ভুল।
      যাক, ভালো থাকবেন।
      • Like
      • Reply
      • 21w
  • Saiful Kabir
    সঠিক উপলব্ধি।
    1
    • Love
    • Reply
    • 21w
  • Aljabir Alauddin
    অনেকের প্রশ্ন ও অপবাদ...........
    রাসূল সঃ তার পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন, এসম্পর্কে ইসলামের শত্রুরা নানা ধরনের অপবাদ ছড়িয়েছিল। তাতে কী মুমিনরা পরস্পরের বিরোধিতা করেছিল?
    এখন মামুনুল হকের বিরুদ্ধে অবস্থান নিবেন কেন?
    একজন নেতার ছোট ছোট ভুল থাকতে পারে, পরিবেশের কারনে ভুল করে ফেলতে পারে, এতে কি তার বিরোধিতা করতে হবে?
    ঐক্য চান, গঠনমূলক সমালোচনা করে সংশোধন করতে চান, বিপ্লব ঘটাতে চান, অথচ দ্বীনি ভাইয়ের বিপদে পাশ থেকে সরে যাচ্ছেন?
    আর কেউ না থাক আমি আমি মামুনুল হকের পাশে।