Saturday, April 10, 2021

মিতা হকের মৃত্যু

 এই যে আজকে মিতা হকের মাথাসহ পুরো শরীর ঢেকে দেওয়া হবে, এটা সুস্পষ্ট জুলম। আমি এ ধরণের জুলমের বিরুদ্ধে।

তিনি ছিলেন বাঙাল ধর্মের অনুসারী, রবীন্দ্রনাথ ছিলো তার খোদা।
তার অন্ত্যেষ্টিক্রিয়া তার ধর্মানুসারে ও রবীন্দ্র তরীকায় হলেই তার প্রতি ইনসাফ করা হবে।
আপনারা তার মৃত্যুর অসহায়ত্বের সুযোগ নিয়ে জোর করে তার ধর্মরীতি বাদ দিয়ে আরবীয় রীতিতে সৎকার করবেন, এটা কী ঠিক?
তবে দেখলাম, লাশ সৎকারের প্রাথমিক ধাপ হিসেবে লাশের কফিনের সামনে তার ধর্মের সতীর্থরা হেলেদুলে রবীন্দ্র সঙ্গীত গেয়েছে।
আমি আশাকরি, গুণী এই রবীন্দ্রসংগীত শিল্পীকে বাঙাল ধর্মানুসারে *পুড়িয়ে মাটিতে *পুঁতে ফেলে তার ধর্ম পালনের পূর্ণতা দিতে সহায়তা করা হবে।
আমরা ইনসাফ ও ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী!