Saturday, April 3, 2021

শত্রুমিত্র চিনুন


পুলিশ প্রশাসনের পরিকল্পনা ও সহায়তায় মামুনুল হকের উপর চড়াও হয়ে তাকে নিকৃষ্ট কায়দায় হেনস্তা করা হয়েছে বলেই মামুনুল হক ঐসময়ে বারবার বলেছে "ওসি সাহেব এর জন্য আপনি দায়ী, আপনারা আমাকে এবং আমার স্ত্রীকে অপমান করেছেন, এর জবাব দিতে হবে"।
অথচ এখন তিনি তাদেরকে তার সহযোগিতাকারী বানিয়ে দিলেন!  
মামুনুল হকদের বাঘ হতে যেমন সময় লাগেনা তেমনি বিড়াল হতেও সময় লাগেনা। শ্রাবণের আকাশের মতো ক্ষণে ক্ষণে রূপ বদলায়, 'এই মেঘ এই বৃষ্টি'। 
মামুনুল হকদের বড়ো সমস্যা হলো তারা শত্রু বন্ধু চিনতে ভুল করে আর এই ভুলের খেসারত পুরো তাওহীদি জনতাকে দিতে হয়। 
মামুনুল হকেরা যদি সত্যিকার্থে দ্বীনের দুশমনদের চিনে থেকেও মানুষদেরকে তাদের ব্যাপারে সচেতন হতে না বলে কিংবা তাদের ব্যাপারে নমনীয় ভাব দেখায় তাহলে এই নির্লিপ্ততার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষের ভোগান্তির জন্যেও আল্লাহর আদালাতে দাড়াতে হবে। 
আওয়ামী পান্ডারা, ব্যক্তি মানুমুনল হকদের উপর আঘাত করে পুরো তাওহীদি জনতাকে ভয় দেখাতে চায়! 
মামুনুল হকদের বুঝা উচিৎ তাওহীদি জনতার কাতার থেকে চিন্তা করা, তাকে বুঝাতে হবে তাকে থামিয়ে দিতে চাওয়ার মাধ্যমে, মূলত প্রতিবাদী তাওহীদি জনতাকে থামিয়ে দিতে চায় আওয়ামিলীগ। 
আর থামিয়ে দিতে পারলেই আওয়ামীরা তাদের "স্বপ্নের রামরাজ্য কায়েম করতে আর কোনো বাধা থাকেনা"।
আল্লাহ মামুনুল হকদের শত্রু বন্ধু চেনার তাওফিক দান করুন। 
আওয়ামী জাহেলদের মোকাবিলায় আল্লাহ তুমি যথেষ্ট হয়ে যাও।
মামুনুল হকদের যতোই উইকনেস থাকুক, আমরা তার পাশে ছিলাম এবং থাকবো, ইনশাআল্লাহ।

27 Comments
Mohiuddin Amini
জনাব,উনি কি হোটেলে হেনস্হার যে বিষয় তা বলেছেন না পরবর্তি সার্বিক অবস্হার কথা উল্লেখ করেছেন তা বিবেচ্য বিষয়৷ ধন্যবাদ৷
 · Reply · 22w
Rakib Hasan
Mohiuddin Amini উনার এই পোস্ট এবং উনার ঐসময়ের দৃশ্য নিয়ে আরেকবার ভাবুন, বুঝবেন আমি কেনো সমালোচনা করলাম।
 · Reply · 22w
Mohiuddin Amini
Rakib Hasan দেখেছেন তো ছাত্ররা কি করেছে মামুনুল হক যদি ভারসাম্য রক্ষা না করেন পরিস্হিতির আরো অবনতি হতে পারতো৷
 · Reply · 22w
Rakib Hasan
Mohiuddin Amini যে পুলিশ প্রশাসন এই পুরো ঘটনা সাজালেন তাদের ব্যাপারে সফট কর্ণার দেখানো অবিবেচকের কাজ।
এর মানে ছাত্রদের শান্ত হওয়ার জন্য বলবেনা এমন নয়, অবশ্যই তাদেরকে শান্তিপূর্ণভাবে বাসায় বা মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্যেও বলা দায়িত্ব।
 · Reply · 22w

Saifullah Mohammad Tufayal
হাহা।
Rakib Hasan
হাসুন ভালো করে হাসুন।
 · Reply · 22w
Saifullah Mohammad Tufayal
Rakib Hasan কারণ আমি আগেই এগুলা বলে রেশের শিকার।
 · Reply · 22w
Rakib Hasan
আপনি যে অবস্থার শিকার হোননা কেনো, আপনাকে মজলুমের পক্ষে থাকতে হবে, মজলুম আপনার আমার অপছন্দের হলেও। এটা আমাদের নীতি, জামায়াতেরও।