Tuesday, December 20, 2016

"হাঁসি হউক ব্যাক্তিত্বের প্রকাশক আর ভালবাসার জীবন্ত নিদর্শন "

মহানবী (সা.) বলেছেন : ‘তোমরা হাসিমুখে যদি নিজের ভাইয়ের প্রতি তাকাও,তাও সাদকায় পরিণত হয়। ‘ হাসিমুখে একে অপরের সঙ্গে সাক্ষাৎ অনেকেরই এ কথা জানা নেই যে তার ব্যক্তিত্বে কি পরিমাণ শক্তি লুকায়িত আছে এবং তার ঈষৎ হাসির মূল্য যে কি! অপরের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠার ব্যাপারে,সহাস্যবদনে তার সঙ্গে মিলিত হওয়াই একমাত্র পন্থা।
মুখে কথা বলা অপেক্ষা সামান্যতম শুভেচ্ছামূলক হাসিরই প্রভাব অধিক হয়ে থাকে। হাস্যোজ্জ্বল চেহারা যেন প্রথম সাক্ষাতেই আগত ব্যক্তিকে এই বলে স্বাগত জানায় যে,“আমি তোমায় ভালোবাসি”।