Thursday, December 15, 2016

বিজয় দিবস' এর ভাবনা ঃ- এ 'বিজয়' আসলে 'কাদের' ?

৭১২ সালে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ে রাজা দাহিরের অনুগত মূর্তি পূজারিরা কষ্ট পেয়েছিল ।
১১৯২ সালে মোহাম্মদ ঘোরী- কুতুবউদ্দিন আইবেক দের দিল্লি বিজয়ে রাজা পৃথ্বীরাজের অনুগত মূর্তি পূজারিরা কষ্ট পেয়েছিল ।
১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির নদীয়া তথা বাংলা বিজয়ে রাজা লক্ষন সেনের অনুগত মূর্তি পূজারিরা কষ্ট পেয়েছিল ।
আবার ১৭৫৭ সালের ব্রিটিশদের হাতে নবাব সিরাজউদ্দউলার পরাজয়ে জগত শেঠ-রায় দুর্লভ সহ মূর্তি পূজারিরা খুশি হয়েছিল ।
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ পরবর্তীতে মোঘল সম্রাট ২য় বাহাদুর শাহকে ব্রিটিশরা গ্রেফতার করে মায়ানমারে নির্বাসনে পাঠালে কবি ঈশ্বর চন্দ্র গুপ্ত আনন্দের সাথে লিখেছিল,
"ব্রিটিশের জয় যেন চির দিন হয়,
ব্রিটিশের রাজ- লক্ষ্মী স্থির যেন রয়।"
সব ক্ষেত্রে দেখা যায়, মুসলমানদের বিজয়ে মূর্তি পূজারিরা কষ্ট পায় ও মুসলমানদের পরাজয়ে তারা আনন্দ পায় ।
১৯৭১ এর ১৬ ডিসেম্বরের বিজয়ে মূর্তি পূজারি ইন্দিরা গান্ধী ও তার অনুগতরা কেন আনন্দ পেয়েছিল ?
তবে, এই বিজয় আসলে কাদের বিজয় ? এই বিজয়ে দাবার ঘুটি হিসেবে কাদেরকে ব্যবহার করা হয়েছে ?
মতিন খান ।